কলকাতা: রাজ্যের কমপক্ষে ২ লক্ষ ছেলেমেয়েকে বাইক কেনার টাকা দেবে তৃণমূল সরকার। চমকপ্রদ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, বুধবার নবান্নের সভাঘরে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, লোকশিল্পীদের সঙ্গে আলাপচারিতা পর্বে এ বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রায় ২ লক্ষ মানুষকে রাজ্যের কো-অপারেটিভ ব্যাংক থেকে বাইক কেনার জন্য লোন দেওয়া হবে। এই ঘোষণা করার প্রেক্ষিতে তিনি বলেন, বাইকের পেছনে বাক্স লাগিয়ে যেভাবে মাছ বিক্রি করা হয়, কীভাবে বাক্স লাগানো থাকবে। তাতে যে কেউ তার নিজস্ব সামগ্রী বিক্রি করতে পারবে। রাজ্যের ২ লক্ষ ছেলে মেয়েকে বাইকের জন্য লোন দেওয়ার অর্থ প্রায় ১০ লক্ষ পরিবারকে সাহায্য করা। এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে তাঁত শিল্পীদের জন্য এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.। কর্মসংস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আগামী তিন বছর তাঁতিরা শাড়ি, কাপড়, লুঙ্গি যাই তৈরি করুক না কেন, সবটা সরকার কিনে নেবে। এর ফলে, তিন বছরের কাজের জন্য টাকার ব্যাপারে কাউকে ভাবতে হবে না। ২০১৯ সাল থেকে এই ভিত্তিতে কাজ শুরু করেছে বাংলার তাঁতিরা, সেই বিষয়েও আলোকপাত করেন তিনি। একই সঙ্গে, তাঁতি সাথী প্রকল্প নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজ্যের বাইরে থেকে এই সমস্ত সামগ্রী কেনার থেকে রাজ্যের তাঁতিদের থেকে কেনা যথেষ্ট শ্রেয়, এর ফলে তাদেরও উপার্জন হচ্ছে, রাজ্যের কর্মসংস্থান বাড়ছে৷