অভিজিৎ সুবিধাবাদী, ছাড়ুন ওঁর কথা! মন্ত্রিসভার বৈঠকে মমতা| Mamata-Abhijit meeting

অভিজিৎ সুবিধাবাদী, ছাড়ুন ওঁর কথা! মন্ত্রিসভার বৈঠকে সদ্য প্রাক্তন বিচারপতি প্রসঙ্গ এড়ালেন মমতা

mamata-banerjee-on-abhijit-gangopadhyay-in-meeting

কলকাতা: হাজার হাজার চাকরিপ্রার্থীর চোখে জল এনে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আগামী দিনে তিনি যে রাজনীতিতে পা রাখতে চলেছেন, তা স্পষ্টই জানিয়েছেন৷

গতকাল সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রাক্তন বিচারপতি৷ নাম না করেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তালপাতার সেপাই’ বলে তোপ দাগেন তিনি৷ তবে তাঁর মুখে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা৷ মুখ্যমন্ত্রীকে সরল ও দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবেও উল্লেখ করেছিলেন তিনি৷ ইস্তফা দেওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রাজনীতিক হিলাবে উল্লেখ করেন অভিজিৎ।

বলেন, ‘আমি ওনাকে সম্মান করি’। তবে সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এদিন সুবিধাবাদী বলেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি প্রকাশ্যে এ কথা বলেননি৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনার সময় এ কথা উঠে আসে তাঁর মুখে৷ 

সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠক চলাকালীন মলয় ঘটক মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করলেন দেখলেন? এ কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুবিধাবাদী, ছাড়ুন তো ওঁর কথা। শাসক দলের এক নেতার কথায়, অভিজিৎ বিজেপিতে যোগ দেবেন৷ তাঁর প্রকৃত উদ্দেশ্য সকলের কাছে পরিষ্কার৷  ওঁর রাজনৈতিক উচ্চাকাঙ্খা ছিল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =