Congress
নয়াদিল্লি: সমুখেই লোকসভা ভোট৷ দিল্লির মসনদ থেকে বিজেপিকে হঠাতে ঠিক কোন স্ট্র্যাটেজি মেনে চলা হবে, তা ঠিক করতে শনিবার বৈঠক ডেকেছে কংগ্রেস৷ তবে ‘ইন্ডিয়া’ জেটের শীর্ষ নেতাদের ভিডিয়ো বৈঠকে আজ উপস্থিত থাকছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানাচ্ছে, শেষ মুহূর্তে এই বৈঠকের বিষয়ে তাঁদের জানানো হয়েছে। নির্দিষ্ট করে কোনও আলোচ্যসূচিও দেওয়া হয়নি তাদের। কংগ্রেসের এই আচরণে অসন্তুষ্ট তৃণমূল৷ দলের এক শীর্ষ নেতার কথায়, “এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানানোর দেড় ঘণ্টা পরে কংগ্রেস তাদের আলোচ্যসূচি প্রকাশ করল। এর পর কী বলার আছে?” শেষ মুহূর্তে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তৃণমূলের তরফে কেউ যোগ দিতে পারবেন না বলেই খবর।
ভিডিয়ো বৈঠক প্রসঙ্গে শুক্রবার রাতে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ একটি বিবৃতিতে জানান, ‘‘ইন্ডিয়ার জোটভুক্ত দলগুলি এই বৈঠকের মাধ্যমে সদ্য শুরু হওয়া আসন রফা, রবিবার ইম্ফল থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখবেন।’