কলকাতা: অশান্তির আবহে শনিবার সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন৷ গ্রামবাংলার দখল নিতে মরিয়া সবকটি রাজনৈতিক দল৷ ব্যালটে হবে ভাগ্য নির্ধারণ৷ তৃণমূল কংগ্রেসের বার্তা, পঞ্চায়েত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হবে৷ পথে না বেরলেও, আজ দিনভর মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্যই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর৷ আপাতত কালীঘাটের বাড়িতেই আছেন তিনি। সেখান থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ পাঠাবেন তিনি৷ এমনটাই সূত্রের খবর। অন্যদিকে, কন্ট্রোল রুমে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
মনোনয়ন থেকে প্রচার–পর্ব, পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি স্তরে হিংসার ঘটনা ঘটেছে৷ শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিরোধীরা৷ এদিকে তৃণমূলের দাবি, বাম আমলের পঞ্চায়েত নির্বাচনে যে ভাবে হিংসার ঘটনা ঘটল, তার চেয়ে অনেক কম ঘটছে এখন। নির্বাচনের সময় হিংসার ঘটনা রুখতে এবং দ্রুত ব্যবস্থা নিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ সকাল থেকেই রয়েছে সেই কন্ট্রোল রুমের উপরে৷ নির্বাচন চলাকালীন প্রত্যেক জেলার চিত্র যাতে প্রতি মুহূর্তে স্পষ্ট হতে পারে, সেই ব্যবস্থাই করা হয়েছে। এখানে জেলার নেতারা প্রতি ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট পাঠাবেন।