জি২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতির নৈশভোজে যাবেন মমতা, দেখা হতে পারে শেখ হাসিনার সঙ্গে

জি২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতির নৈশভোজে যাবেন মমতা, দেখা হতে পারে শেখ হাসিনার সঙ্গে

139f888c9cf49006d7cbc2b2b6b26d72

কলকাতা: সপ্তাহান্তে রাজধানী দিল্লিতে শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন৷ সেই উপলক্ষে রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতির তরফে৷ সেই ভোজাসরে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ৯ সেপ্টেম্বর হবে সেই নৈশভোজ৷ মমতা ছাড়াও রাষ্ট্রপতির আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যোগ দেবেন বিরোধী শিবিরের অন্য নেতানেত্রীরাও।

সংশ্লিষ্ট সূত্রে খবর, নৈশভোজে যোগ দেওয়া নিয়ে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে কথা হয়েছে মমতার। এই নৈশভোজের আমন্ত্রণপত্রেই ‘প্রেসিডেন্ট অব ভারত’ কথাটি লেখা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কেন এমনটা লেখা হল, প্রশ্ন তুলছে বিরোধীরা৷ তবে বিতর্ক পাশে সরিয়েই বিদেশি রাষ্ট্রনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা৷ শোনা যাচ্ছে, এই নৈশভোজেই মমতার সঙ্গে দেখা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সূত্রের খবর, রাষ্ট্রপতির এই নৈশভোজে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনই কলকাতায় ফিরে আসার কথা তাঁর৷ এর একদিন পরেই বিদেশ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে মুম্বইয়ের পর দিল্লিতে আরও একবার বিরোধী দলের প্রধানদের দেখা হবে মমতার। সবকিছু ঠিকঠাক চললে, ১৩ সেপ্টেম্বর দিল্লিতে এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়িতে হতে পারে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটি তথা নির্বাচনী রণকৌশল কমিটির প্রথম বৈঠক৷ 

এদিকে, দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর৷ গত সেপ্টেম্বরেও দিল্লিতে এসেছিলেন হাসিনা৷ তবে সেই সময় তাঁর সঙ্গে দেখা হয়নি মমতার৷ তা নিয়ে আক্ষেপও করেছিলেন হাসিনা। সব কিছু ঠিক থাকলে, এক বছর পর দেখা হতে পারে দুই বাংলার দুই নেত্রীর৷ না, কোনও দ্বিপাক্ষিক বা কূটনৈতিক বৈঠকের টেবিলে দেখা হবে না তাঁদের৷ বরং তাঁরা মিলিত হবে ভোজসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *