মমতার আবেদনে সাড়া! ‘ইন্ডিয়া’ বৈঠকের পরদিনই পাওনাগন্ডা নিয়ে বৈঠকে বসবেন মোদী

মমতার আবেদনে সাড়া! ‘ইন্ডিয়া’ বৈঠকের পরদিনই পাওনাগন্ডা নিয়ে বৈঠকে বসবেন মোদী

mamata banerjee

কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ বহুদিনের৷ এই অস্ত্রে শান দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এ রাজ্যের শাসক শিবির৷ রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছে কন্ঠ৷ এদিকে, বাংলার বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চেয়ে সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সেই আর্জি শুনেছেন৷ তিনি সময় দিয়েছেন। আগামী সপ্তাহের দিল্লিতে মুখোমুখি সাক্ষাৎ হতে পারে দু’জনের।

আগামী মঙ্গলবার দিল্লিতে রয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’র জোটের বৈঠক৷ ওই বৈঠক ডেকেছে কংগ্রেস। জানা যাচ্ছে, ওই বৈঠকের পর দিনই মুখোমুখি হতে পারেন মোদী-মমতা৷ তবে বিরোধী জোটের বৈঠকে মমতা উপস্থিত থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়। যদিও তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন৷ পরের দিন অর্থাৎ আগামী ২০ ডিসেম্বর বেলা ১১টা নাগাদ সংসদ ভবনে বৈঠক করবে মোদী এবং মমতা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =