২০২৪-এ বারাণসীতে কি মোদী-মমতার মেগাফাইট? তৃণমূলের টুইট ঘিরে জল্পনা

২০২৪-এ বারাণসীতে কি মোদী-মমতার মেগাফাইট? তৃণমূলের টুইট ঘিরে জল্পনা

কলকাতা: বঙ্গ ভোটের পারদ এখন তুঙ্গে৷ গতকাল দ্বিতীয় দফার ভোট ঘিরে ছিল টানটান উত্তেজনা৷ এরই মধ্যে বাংলার ভোট প্রচারে এসে উত্তাপ আরও বাড়িয়ে তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যাকে তীব্র কটাক্ষ করেন নমো৷ শুধু তাই নয়, এর পাশাপাশি অন্য কোনও কেন্দ্র থেকেও তাঁর দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ কিন্তু তৃণমূলের পাল্টা জবাব উস্কে দিল নতুন জল্পনা৷ 

আরও পড়ুন- ‘ক্যামেরা থাকবে, আপনি থাকবেন না’! গোটা দেশ দেখল বাংলার সাংবাদিকরা কতটা সুরক্ষিত!

প্রসঙ্গত, গতকাল মথুরাপুরের সভা থেকে মোদী বলেন, দিদি বুঝে গিয়েছেন নন্দীগ্রাম থেকে তিনি হারতে চলেছেন৷ সেখানে হারবে বলেই অন্য কোনও কেন্দ্র থেকে দাঁড়ানোর পরিকল্পনা করছেন তৃণমূল নেত্রী৷ তাঁর এই মন্তব্যের কয়েক মুহূর্তের মধ্যেই মেলে জবাব৷ তৃণমূলের তরফে টুইট করে সাফ জানিয়ে দেওয়া হয়, এমন কোনও সম্ভাবনা নেই৷ শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই লড়বেন তিনি৷ প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করার সময় নিজেই জল্পনা উস্কে বলেছিলেন, টালিগঞ্জ থেকে প্রার্থী হতে পারেন তিনি৷ কিন্তু গতকাল সেই ধোঁয়াশা কাটিয়ে দলের তরফে টুইট করে সাফ জানিয়ে দেওয়া হয় অন্য কোনও কেন্দ্র থেকে লড়বেন না দলনেত্রী৷ কিন্তু শাসক দলের টুইটে আরও একটি বিষয় উল্লেখ করা হয়৷ যা নিয়ে ফের দেখা দিয়েছে ধন্দ৷ 

আরও পড়ুন- মমতার গোত্র মন্তব্যে সরব ওয়েইসি থেকে গিরিরাজ, পাল্টা দিলেন নেত্রীকে

নরেন্দ্র মোদীকে পাল্টা নিশানা করে তৃণমূলের তরফে বলা হয়, আপনি আগে নিজের দূর্গ সামলান৷ ২০২৪ সালে বারাণসীতে বড় কোনও ঘটনা ঘটতে পারে৷ তাই ২৪-এর আগেই নিরাপদ কোনও কেন্দ্র খুঁজে রাখুন প্রধানমন্ত্রী৷ তৃণমূল কংগ্রেসের এই টুইট ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ২০২৪ সালে লোকসভার ভোটে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভা থেকে বলেছেন, বাংলা জয়ের পর দিল্লি দখলের জন্য ঝাঁপাবেন তিনি৷ বাংলায় নয়, পরিবর্তন হবে দিল্লিতে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *