কেমন আছেন মুখ্যমন্ত্রী? হাসপাতাল থেকে কি আজই ছুটি?

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পা ফুলে রয়েছে, আছে যন্ত্রণাও

140c04e424dd66281c6fd995bb3eb346

কলকাতা: নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর পায়ে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের অভিযোগ, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধাক্কা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এহেন ঘটনার পর গতকাল দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। জায়গায় জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে সামিল হতেও দেখা গেছে। কিন্তু ধীরে ধীরে উদ্বেগ কাটিয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মুখ্যমন্ত্রী।

বাঁ পায়ে চোটের পর কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আঘাত পাওয়ার পর কেটে গেছে ২৪ ঘন্টার বেশি সময়। আপাতত তিনি স্থিতিশীল। তবে তাঁর বাঁ পা ফুলে রয়েছে এবং খানিক যন্ত্রণাও আছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রের খবরে। মুখ্যমন্ত্রীকে কি আজই ছুটি দেওয়া হবে? এসএসকেএম কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, সার্বিক ভাবে বৃহস্পতিবার তিনি কেমন থাকেন তার উপরেই নির্ভর করবে ছুটির সিদ্ধান্ত।

এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সামনে এসেছে তাঁর বাঁ পায়ের ছবি। প্লাস্টার করা পায়ের ছবি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের নিশানা করে ছবির সঙ্গে তিনি বার্তা দিয়েছিলেন আগামী ২ মে এই আঘাতের জবাব দেবে বাংলার মানুষ। অর্থাৎ ভোটবাক্সের মাধ্যমে জবাব পাবে ‘হামলাকারীরা’। যদিও মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের তত্ত্ব উড়িয়ে দিয়েছে সব বিরোধী দলই। ভোটের আগে জনগণের সহানুভূতি আদায় করার জন্য এই কাণ্ড করা হচ্ছে বলেও জানিয়েছেন কেউ কেউ। তবে তা মানতে নারাজ ঘাসফুল শিবির। কর্মী সমর্থক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব, সকলেই আক্রমণের তত্ত্বকেই জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পায়ের চোট ভোটমুখী বাংলায় কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *