স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠানে এবার IPS-দের সঙ্গে পুরস্কৃত IAS রাও

স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠানে এবার IPS-দের সঙ্গে পুরস্কৃত IAS রাও

কলকাতা: প্রতি বছরের মত এবছরও রেড রোডে উদযাপিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান৷ উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফি বছর এদিন রাজ্যের পুলিশকর্তাদের বিশেষ ভাবে সম্মানিত করে থাকেন মুখ্যমন্ত্রী৷ তবে এ বছর পদকপ্রথায় এল পরিবর্তন৷ আইপিএস অফিসারদের সঙ্গে সম্মানিত হলেন আইএএস আধিকারিকেরাও৷ তাঁদের হাতে পদক তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার রেড রোডের অনুষ্ঠান থেকেই সম্মানিত করা হল বেশ কয়েক জন রাজ্য সরকারি আধিকারিককে।

মঙ্গলবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা মেনে জাতীয় সঙ্গীতের সুরে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পরেই শুরু হয় সরকারি আধিকারিকদের পুরস্কার প্রদান পর্ব। এদিন রাজ্যের ১১ জন উচ্চপদস্থ সরকারি আধিকারিক তথা আমলাকে সম্মানিত করা হয়। তাঁদের গলায় পদক পরিয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী৷ 

রাজ্যবাসীর জন্য কাজ করার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যেই পুরস্কৃত হয়েছেন এই আমলারা। যাঁদের আজ পদক দেওয়া হল, তাঁরা হলেন, রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা, বিবেক কুমার এবং মনোজ পন্থ, প্রধান সচিব প্রভাত মিশ্র, সঙ্ঘমিত্রা ঘোষ এব‌ং নারায়ণ স্বরূপ নিগম, রাজ্য সরকারের সচিব শান্তনু বসু এবং পি বি সেলিম। এ ছাড়া সম্মানিত করা হল উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য এবং বীরভূমের জেলাশাসক বিধান রায়কে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =