সংঘাতের আবহেই মুখোমুখি মোদী-মমতা, বৈঠক শুরু দিল্লিতে

সংঘাতের আবহেই মুখোমুখি মোদী-মমতা, বৈঠক শুরু দিল্লিতে

e02191fbb50b3f6cb4ea695de5a9c5f6

নয়াদিল্লি:  দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু মোদী-মমতার হাইভোল্ডেট বৈঠক৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷  তৃতীয় বার ক্ষমতায় আসার পর  এই প্রথম দিল্লি সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংঘাতের আবহেই বৈঠকে বসেছেন মোদী-মমতা৷ এই বৈঠককে প্রশাসনিক বৈঠক বলেই উল্লেখ করা হচ্ছে৷ 

আরও পড়ুন- BJP-কে হারানোর ক্ষমতা রাখেন মমতা, বৈঠক সেরে বললেন কমলনাথ

এই বৈঠকে যে মমতার সুর নরম থাকবে না, তা স্পষ্ট৷ দীর্ঘ দাবিদাওয়া নিয়েই বৈঠকে বসেছেন তিনি৷ দিল্লির আসার আগেই প্রধানমন্ত্রীর দফতর থেকে সময় চেয়ে নিয়েছিলেন মমতা৷ রাষ্ট্রপতির কাছেও সময় চান তিনি৷ বৈঠক স্থির হওয়ার পরেই দিল্লি রওনা দেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, রাজ্য সরকার কী ভাবে কাজ করতে চাইছে, কেন্দ্রীয় সরকারের কাছে থেকে কতটা সহযোগিতা আশা করছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে৷ আলোচনা হবে জিএসটি সহ রাজ্যের বকেয়া ও ভ্যাকসিন নিয়ে৷ কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকা মিলছে না বলে দীর্ঘ দিন ধরেই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী৷ এছাড়া যশের পর যে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই ক্ষতিপূরণের অর্থও এখনও রাজ্য পায়নি বলে অভিযোগ রয়েছে৷  ইতিমধ্যে ৪ নম্বর লোককল্যাণ মার্গে বৈঠক শুরু হয়ে গিয়েছে৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হবে মমতা বন্দ্যোপাধ্যায়৷ কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানাবেন তিনি৷ 

এদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গেও সাক্ষাৎ করবেন মমতা৷ আগামীকাল হবে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক৷ পাশাপাশি শরদ পাওয়ার, সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠকের সম্ভবনা রয়েছে৷  কাল দুপুরে সংসদীয় দলের বৈঠকেও উপস্থিত থাকবেন মমতা৷  ইতিমধ্যেই পেগাসাস নিয়ে সংসদে কোণঠাসা করার উদ্যোগ নিয়েছে তৃণমূল৷ বাইরেও সুর চড়াচ্ছেন দলীয় সাংসদরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *