কলকাতা: নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই আঘাত নিয়ে গত কয়েক দিন ধরে বহু রাজনৈতিক চাপানউতোরের সাক্ষী থেকেছে বাংলা। শাসকদলের তরফ থেকে দাবি করা হয়েছিল, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রীর উপর। নানা মুনির নানা মতের পর অবশেষে সেদিনের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আনলেন কমিশন নিয়োজিত তদন্তকারীরা। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে৷
কোনোরকম আক্রমণ বা হামলা নয়, নিছক দুর্ঘটনাতেই পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনের কাছে এমনটাই রিপোর্ট দিয়েছেন রাজ্যের দুই নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে। পূর্ণাঙ্গ তদন্তের পর শনিবার ঝি দুই পর্যবেক্ষক তাঁদের রিপোর্ট জমা দিয়েছেন কমিশনের কাছে। শুধু তাই নয়, এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব যে রিপোর্ট কমিশনকে দিয়েছেন তাতেও উধাও ‘চক্রান্ত’ তত্ত্ব। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে৷
নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক অজয় নায়েক ও পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে শুক্রবার পূর্ব মেদিনীপুরে পৌঁছোন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতের ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই ঘটনাস্থলে যান তাঁরা। সূত্রের খবর, সেখানে গিয়ে তিন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। এমনকি একাধিক রাজনৈতিক দলের স্থানীয় নেতা কর্মীদের সঙ্গেও কমিশনের পর্যবেক্ষকরা কথা বলেছেন বলে জানা গেছে। সমস্ত বৈঠকের পর তাঁরা নির্বাচন কমিশনের কাছে তাঁদের রিপোর্ট পেশ করেছেন।
Incident in Nandigram which caused injury to West Bengal CM Mamata Banerjee was accident, not planned attack: Report of two poll observers submitted to Election Commission
— Press Trust of India (@PTI_News) March 13, 2021
উল্লেখ্য, ঘটনার দিন আঘাত পাওয়ার পর মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন, চার পাঁচ জন মিলে চক্রান্ত করে তাঁকে ধাক্কা মেরেছে। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়ে উত্তাপ। প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও। অথচ ঘটনার পরের কমিশনের কাছে জমা পড়া কোনো রিপোর্টে ষড়যন্ত্রের তত্ত্বের উল্লেখ্য পাওয়া যায়নি বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷