কলকাতা: রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগী রেফারের ‘রোগ’ নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলা স্তরে পরিকাঠামো বৃদ্ধির পরেও কেন রেফারের প্রবণতা, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ এই রেফারের জন্য রাজ্যে বাড়ছে প্রসূতু মৃত্যুর ঘটনাও৷ এই রোগ নির্মূল করতে কড়া বার্তা দিলেন মমতা৷ স্পষ্ট জানিয়ে দিলেন, চিকিৎসায় গাফিলতি অপরাধ বলেই বিবেচিত হবে। যিনি রেফার করবেন, রোগীর কিছু হলে দায় তাঁর উপরেই বর্তাবে৷
আরও পড়ুন- ‘আমায় ছাগল বললে তো ও ছাগল’, ফিরহাদের কটাক্ষে পাল্টা খোঁচা মদনের
সোমবার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রোগীর অবস্থা সঙ্কটজনক হলেই তাঁকে অন্যত্র রেফার করে দেওয়া হচ্ছে। পাঁচ-ছ’ঘণ্টার ধকলের পর প্রসূতি যখন কলকাতায় এসে পৌঁছচ্ছেন, তখন অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মৃত্যু হচ্ছে। এটা কি আপনাদের পক্ষে ভাল?’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘কোন কোন কেসে রেফার হয়েছে এবং গর্ভবতী মায়ের মৃত্যু হয়েছে, তা দেখে নিতে হবে। কেন এই ভাবে প্রেগন্যান্ট মাদারকে অন্য হাসপাতালে পাঠানো হবে? যখন সরকারে আসি, তখন ইনস্টিটিউশন ডেলিভারি ৬৫ শতাংশ ছিল। এখন তা বেড়ে ৯৯ শতাংশ হয়েছে। তার পরেও কেন এটা হবে? আমার তো মাথায় ঢুকছে না। যিনি রেফার করবেন, তাঁকেই দায় নিতে হবে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>