কাঁথি: উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ শনিবার দক্ষিণবঙ্গের ৫ জেলার ৩০টি বিধানসভা আসনে ভোট প্রক্রিয়া সম্পন্ন হল৷ তবে প্রায় প্রতিটি কেন্দ্রই তৃণমূল-বিজেপি তরজায় উত্তপ্ত ছিল৷ এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথির সাবাজপুরে শিশির অধিকারীর পুত্র ও শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে৷
সৌমেন্দু অধিকারীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিজেপি নেতা গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, ‘‘এই হামলা থেকে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল কতটা হতাশ হয়ে পড়েছে৷ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্টাইল অনুসরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় সন্ত্রাসের মুখ হয়ে উঠেছেন তিনি৷ তিনি চান না যে তার কোনও বিরোধীরা বেঁচে থাকুক৷ ২ মে তার পতন নিশ্চিত৷’’
এদিন তার গাড়িতে হামলা হওয়া নিয়ে সৌমেন্দু অধিকারী জানিয়েছেন, “সাবাজপুরের বুথে রিগিং হচ্ছিল বলে খবর পেয়েছিলাম। সেখানে যেতেই তৃণমূলের তরফ থেকে হামলা চালানো হয়। ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। ১৪৯ নম্বর বুথে ভোট প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ইভিএম মেশিন কাজ করছে না। নির্বাচন কমিশন এই বিষয়গুলি খতিয়ে দেখছে। বাকি জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।” শুভেন্দু অধিকারীর ভাইয়ের গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় সৌমেন্দুর গাড়ির চালক মারাত্মকভাবে জখম হয়েছেন বলে জানানো হয়েছে অধিকারী পরিবারের তরফে।
এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন সৌমেন্দু্-শুভেন্দুর পিতা শিশির অধিকারীও। তিনি জানিয়েছেন, “বামফ্রন্ট যখন ২০১১ সালে হারের মুখে তখন তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত আমাকে বলেছিলেন, ২৫৫টি আসনে জিতবে বামেরা। আমি তখন পাশে বসে প্রণব মুখোপাধ্যায়কে ফোন করে জানিয়েছিলাম, সিপিআইএম গোল খেয়ে গিয়েছে। আর আজ বলছি, দিদিমণি গোল খেয়ে গিয়েছে। কড়া ডোজ কী করে দিতে হয় সেটা আমরাও জানি।”