sandeshkhali
কলকাতা: সন্দেশখালি নিয়ে উত্তেজনার মাঝেই বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার তিনি বলেন, সন্দেশখালিতে আরএসএস ‘বাসা’ বেঁধেছে৷ তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়েও কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সন্দেশখালিতে অশান্তির নেপথ্যে রয়েছে ইডি। তারাই শাহজাহানকে ‘টার্গেট’ করে সন্দেশখালিতে ঢুকেছে৷ তাঁরাই গোলমাল পাকাচ্ছে৷ তাঁর কথায়, ‘‘সন্দেশখালিতে শাহজাহানকে ‘টার্গেট’ করেছিল ইডি৷ সেই নিয়ে গোলমাল করে এখন সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে গোলমাল লাগানো হচ্ছে। ওখানে আরএসএসের বাসা রয়েছে।’’ মুখ্যমন্ত্রী বলেন, ”সন্দেশখালিতে আরএসএস-এর একটা বাসা আছে। সাত-আট বছর আগেও ঝামেলা হয়েছিল৷ ঝামেলাপূর্ণ জায়গাগুলির মধ্যে ওটাও একটা।”