কলকাতা: তৃণমূল সরকারের মূল স্লোগান ‘মা-মাটি-মানুষ’। দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বিষয়ে অক্ষরে অক্ষরে পালন করেন তার ব্যাখ্যাই এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে দিলেন তিনি। এদিন তিনি স্পষ্ট জানালেন, বেতন তো দূর, রাজ্য সরকারের পয়সায় এক কাপ চাও খান না তিনি! তবে তার চলে কি করে? এর ব্যাখ্যা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং।
আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, তিনি সংসদের পেনশন বাবদ ১ লক্ষ টাকা করে প্রতি মাসে পান, কিন্তু তিনি সেটা নেন না। এদিকে, বিধানসভাতেও তিনি প্রতি মাসে বেতন সহ ১ লক্ষ টাকার বেশি পেতে পারেন, কিন্তু তিনি তার না বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিগত ৬-৭ বছর ধরে তিনি টাকা নেন না বলে জানান। এই প্রেক্ষিতে উল্লেখ করেন, কোথাও গেলে তিনি সরকারি টাকায় সার্কিট হাউজে থাকেন না, নিজে খরচ করে থাকেন। তবে তিনি খরচ চালান কি করে? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তিনি বই লেখেন, গানের সিডি বের করেন, তার থেকে যেটুকু পান, সেই টুকুতেই তাঁর চলে। এই কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, তাঁর সবকিছুই জনগণের।
এই পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে বিজেপি এবং সিপিএমকে একহাত নেন তিনি। মমতা মন্তব্য করেন, তিনি আঁকেন বলে সবাই হিংসা করে। আঁকার টাকা দেওয়া হয়েছে বলে সবাই প্রশ্ন তুলছে। মমতার জবাব, তিনি যে টাকা দিয়েছেন তা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে গেছে, রাজ্যপাল ত্রাণ তহবিলে গেছে। যে টাকা বেঁচে যে তার থেকে তিনি নিজের দলকে যদি কিছু দিয়েও থাকেন, তার জন্য কেন সমস্যা হবে এই নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করে তিনি বলেন, ওদের লক্ষ লক্ষ কোটি টাকার কোনো হিসাব নেই, কোনো অডিট হয় না, কিছু হিসেব পাওয়া যায় না। তাহলে কেন প্রশ্ন করা হবে না, সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।