দিদি নং 1-এ দিদি শোনালেন ছেলেবেলার কাহিনী, স্পেশাল এপিসোডের সম্প্রচার কবে-কখন?

দিদি নং 1-এ দিদি শোনালেন ছেলেবেলার কাহিনী, স্পেশাল এপিসোডের সম্প্রচার কবে-কখন?

didi no-1

কলকাতা: দিদির মঞ্চে আসছেন বাংলার দিদি৷ এই খবর এখন সকলেরই জানা৷ ইতিমধ্যেই শুটিং সারা৷ কিন্তু কবে টেলিক্সাট হবে সেই বিশেষ এপিসোড? অবশেষে ভক্তদের  প্রতীক্ষার অবসান। জানা গেল দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পর্ব সম্প্রচারের দিনক্ষণ৷ 

জি বাংলার পর্দায় অনুষ্ঠানের ঝলক আসার সঙ্গে সঙ্গেই সকলে মুখিয়ে রয়েছে বিশেষ এই দিনটির অপেক্ষায়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্যুটিং করেন বাংলার মুখ্যমন্ত্রী৷ প্রথমবার টেলিভিশনের পর্দায় কোনও রয়্যালিটি শোয়ে অংশ নিলেন মুখ্যমন্ত্রী৷ অবশেষে জানা আগামী ৩ মার্চ রবিবার রাত আটটায় সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোড৷ বিশেষ এই পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যা, গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধুতী হোমচৌধুরী। নাচে-গানে, খেলায় জমে উঠবে দিদি নম্বর ওয়ান৷  সেই সঙ্গে দিদি শোনাবেন তাঁর ছেলেবেলার কাহিনী৷ বাবার মৃত্যুর পর কী ভাবে তিনি ভোর রাতে উঠে রান্না করে সংসার সামলে পড়াশোনা করেছেন৷ শোনাবেন তাঁর জীবন যুদ্ধের কাহিনী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =