কলকাতা: প্রতি বছর বাড়ির কালীপুজোয় নিজের হাতেই ভোগ রান্না করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ সোমবারের সন্ধ্যাতেও তাঁর ব্যতিক্রম হল না৷ স্বমহিমায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে৷ কালীপুজোয় ভোগের খিচুড়ি রাঁধলেন তিনি। হাতা খুন্তি হাতে ধরা দিলেন হেঁশেলে।
আরও পড়ুন- প্রায় দেড় হাজার কোটি, ‘স্বাস্থ্যসাথী’ সংক্রান্ত খরচের তথ্য দিল রাজ্য
মুখ্যমন্ত্রীর হাতে তৈরি ভোগই নিবেদন করা হবে মাকে। নিজে হাতেই ভোগ নিবেদন করবেন মুখ্যমন্ত্রী। কেবলমাত্র ভোগ রান্নাই নয়, সকাল থেকেই বাড়ির কালীপুজোর নানা রকম কাজে ব্যস্ত ছিলেন তিনি। পুজোর সমস্ত কাজে কড়া নজর তাঁর৷
তবে পুজোর ব্যস্ততার মাঝেও এদিন বারবার ফোন করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। খোঁজ নিচ্ছেন সিত্রাং পরিস্থিতির৷ উপকূলবর্তী এলাকা থেকে কত মানুষকে সরানো হল তার হিসেবও নেন মুখ্যমন্ত্রী। কোভিড পরবর্তী পুজোতে এবার গত দু’বছরের তুলনায় কালীঘাটের বাড়িতে অতিথি সংখ্যাও বেশি। সন্ধে থেকেই সেখানে উপস্থিত রয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ শান্তনু সেন, মুখ্যমন্ত্রীর সচিব গৌতম স্যান্যাল, শিল্পী শুভাপ্রসন্ন প্রমুখ।
এদিন আটপৌড়ে পাটভাঙা শাড়িতে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ দীপাবলির আগের রাতেই নিজের বাড়ির প্রতিমার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। সোমবার তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা হল মুখ্যমন্ত্রীর ভোগ রান্না করার ছবি। মুহূর্তের মধ্যেই যা ভাইরাল৷ এত বিপুল দায়িত্ব সামলে বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রীকে নিজের হাতে ভোগ রাঁধতে দেখে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>