mamata banerjee
কলকাতা: প্রাপ্য থেকে বঞ্চিত বাংলা৷ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বুধবার বিধানসভায় কালো পোশাক পরে আসার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল৷ সেই নির্দেশ মেনে এদিন সমস্ত তৃণমূল বিধায়করাই আসেন কালো পোশাকে৷ কেউ কালো কুর্তা পরে, কেউ কালো টি-শার্ট আবার কেউ কালো শাড়িতে। বুধবার বেলা সওয়া ১২টা নাগাদ বিধানসভায় এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে দেখা গেল সরু কালো পাড়ের শাড়িতে৷ সঙ্গে কালো চাদর৷ এদিন কালো পাড়ের শাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বুঝিয়ে দিলেন যে, কেন্দ্রীয় সরকারের বিপক্ষে আন্দোলনের মুখ তিনিই।
আজ দুপুরে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভা শুরুর আগে কালো পোশাকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্রে যখন বিজেপি শান দিচ্ছে, তখন পাল্টা বঞ্চনার রাজনীতি তুলে ধরতে মরিয়া তৃণমূল৷ আর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো শাড়িতে আগমন এটা নিশ্চিত করল যে, আক্রমণের নেতৃত্ব দেবেন তিনিই৷
এদিকে, কৌশলগত ভাবেই বকেয়া পাওনা নিয়ে সরাসরি কোনও জবাব দিতে চাইছে না বিজেপি। বরং শুভেন্দু অধিকারীরা বলছেন, তৃণমূল সরকারের দুর্নীতির কারণেই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, এই কারণেই কেন্দ্রের টাকা আসছে না।