অসম ত্রিপুরার উদাহরণ দিয়ে বিজেপির ইস্তেহারের পর্দা ফাঁস করলেন মমতা

বিজেপিকে বিশ্বাসঘাতকের দল বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো

পুরুলিয়া: জোরকদমে বিধানসভা নির্বাচনের প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট নিয়ে হুইলচেয়ারে বসেই ঘুরে বেড়াচ্ছেন জেলায় জেলায়। আজ শুধুমাত্র পুরুলিয়াতেই তিনি করেন তিনটি জনসভা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কড়া ভাষায় আক্রমণ করেন গেরুয়া শিবিরকে। দিন দুয়েক আগে যে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি, এদিন তারও আসল স্বরূপ ফাঁস করেছেন তৃণমূল নেত্রী। 

বিজেপির চমকপ্রদ ইস্তেহারে বিশ্বাস করলে চরম ঠকতে হবে, এদিন পুরুলিয়ার জনসভায় এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রমাণ হিসেবে তিনি তুলে ধরেছেন বিজেপি শাসিত ত্রিপুরা আর অসমের উদাহরণ। তাঁর কথায়, “বিজেপির ত্রিপুরা, অসমের ইস্তেহার দেখুন। ওখানে ওরা সবাইকেই স্থায়ী কর্মী করবে বলেছিল, কিন্তু বাস্তবে ভোটে জেতার পর কিছুই করেনি।” ইস্তেহারে বিজেপি যা বলে, তার কিছুই যে আদতে করে না, সে কথাই স্পষ্ট করতে চেয়েছেন তিনি। বলেছেন, “বাংলায় এসে শুধুই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে ওরা।”

এখানেই শেষ নয়, গেরুয়া ইস্তেহারে মহিলাদের জন্য ঢালাও প্রতিশ্রুতি, সংরক্ষণের লোভনীয় আশ্বাস যে মোটেই বাস্তবায়িত হবে না এদিন তাও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, “ওরা মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। বিজেপিতে মেয়েদের আদেও কোনো সম্মান নেই।” মোদী সরকারের ক্ষমতায় আসার আগে ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি এখনও বাস্তবে কার্যকরী হতে দেখা যায়নি। তার উল্লেখ করে ঘাসফুল নেত্রীর বক্তব্য, “বিজেপি বিশ্বাসঘাতকের দল। দানব, দৈত্য, রাবণ, থেকে সাবধান। ওদের বিশ্বাস করবেন না।”

গেরুয়া শিবিরের তরফে ভোট লুঠের চেষ্টা করা হবে, আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা যদি হয়, তবে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, এদিন তাও জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, “মা বোনেরা হাতা খুন্তি ঝাড়ু নিয়ে রুখে দাঁড়াবেন, বলবেন খেলা হবে।” তৃণমূল বিজেপির বাকযুদ্ধে এখন রীতিমতো উত্তপ্ত পুরুলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *