সংঘাতের আবহেই স্বাধীনতা দিবসে রাজভবনে মমতা, যোগ দিলেন চা চক্রে

সংঘাতের আবহেই স্বাধীনতা দিবসে রাজভবনে মমতা, যোগ দিলেন চা চক্রে

 কলকাতা:  সংঘাতের আবহেই স্বাধীনতা দিবসের বৈকালে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় রাজভবনের তরফে ‘স্টেট রিসেপশন’-এর আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ রক্ষার্থেই বিকেলবেলায় রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরও স্বাধীনতা দিবসে রাজভবনে গিয়েছিলেন তিনি। রীতি মেনে যোগ দিয়েছিলেন চা চক্রে। এ বছরও ব্যতিক্রম হল না৷ তবে একা মুখ্যমন্ত্রী নন৷ তার সঙ্গে রাজভবনে উপস্থিত রয়েছেন একাধিক পদস্থ আমলা, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি৷ এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক বিশিষ্টজনকে৷ 

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। শুধু শিক্ষাক্ষেত্র নিয়েই নয়, নবান্নের পাঠানো বন্দিমুক্তির তালিকা নিয়েও সংঘাতের আবহ তৈরি হয়েছে। এমতাবস্থায় সোমবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে বক্তব্য রাখার সময়েও রাজ্যপালকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন রাজভবনের ভিতরে ঢোকার সময় সাংবাদিকদের দেখে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘‘তোমাদের নিমন্ত্রণ করেছে খেতে? খাবার দিয়েছে?’ এরপরই কিছুটা অবাকদৃষ্টিতে তাকিয়ে ভিতরের ঢুকে যান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 12 =