আধার নিষ্ক্রিয় হলে আলাদা কার্ড দেবে রাজ্য, মঙ্গল থেকেই নয়া পোর্টাল, ঘোষণা মমতার

আধার নিষ্ক্রিয় হলে আলাদা কার্ড দেবে রাজ্য, মঙ্গল থেকেই নয়া পোর্টাল, ঘোষণা মমতার

mamata banerjee

কলকাতা: আধার নিয়ে কেন্দ্র-রাজ্য বিবাদ জারি৷ গত কয়েক দিন ধরেই এই সংঘাত চলছে৷ বাংলার মানুষের আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়ার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণণূল৷ এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ করবে নবান্ন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, মঙ্গলবার থেকেই রাজ্য য়া পোর্টাল চালু করা হবে। যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাঁরা ওই পোর্টালে গিয়ে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যাঁদের আধার বাতিল হয়ে গিয়েছে তাঁদের আলাদা ভাবে কার্ড দেবে রাজ্য সরকার। যাতে ব্যাঙ্ক বা অন্য কাজে কাউকে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 14 =