শ্রীরামপুর: বাংলার বিধানসভা নির্বাচনের তিন দফার ভোট পর্ব সম্পন্ন হয়েছে। আগামী শনিবার চতুর্থ দফার নির্বাচন। তার আগে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে জায়গায় জায়গায় জনসভা করে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরো মজবুত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির শ্রীরামপুরে জনসভা করে বিজেপি সরকারকে নোট বন্দির ইস্যুতে খোঁচা দিলেন তিনি। একই সঙ্গে, ক্ষমতায় আসার পর তিনি কী করবেন তা জানিয়ে মা-বোনেদের আশ্বস্ত করার চেষ্টা করলেন।
এ দিন শ্রীরামপুরের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার যখন নোট বন্দি করেছিল তখন মা-বোনেদের লক্ষ্মীর বাক্স ভেঙে গেছে। সব টাকা জমা দিতে হয়েছে। এবার তিনি যদি আবার ক্ষমতায় আসেন তাহলে মা-বোনেদের সেই লক্ষীর বাক্স করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন মমতা। এর পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন, যদি আগামী দিনেও বিনা পয়সায় রেশন এবং পরিষেবা পেতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেই হবে। দুয়ারে দুয়ারে রেশন এবং স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এদিকে ভোটবাক্সে কিভাবে খেলতে হবে তার নিদানও এ দিন দিয়েছেন তিনি। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসকে একটা করে ভোট মানে খেলা, আর ওদিকে বিজেপি হবে খালি। তাই সবার কাছে মমতার আহ্বান, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বাংলা থেকে বিজেপিকে খালি করতে হবে।
আরও পড়ুন- শেষ মুহূর্তে বেহালায় বাতিল মিঠুনের রোড শো, ক্ষোভে ফেটে পড়লেন শ্রাবন্তী
ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আক্রমণ করে এদিন ফের তিনি বলেছেন, বিজেপি দেশের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে, সব কিছু বিক্রি করে দিতে চাইছে। তাই বাংলায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে গোটা দেশের কাছে বার্তা দিতে হবে বিজেপিকে খালি করার। বাংলায় খেলা হবে আর বিজেপি খালি হবে, এই বার্তাই এদিন দিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সকলকে সেখানে পাঠিয়ে দেবে। কিন্তু তিনি রাজ্যের প্রত্যেক মানুষকে সুরক্ষা দেবেন এবং সকলে যাতে সুস্থ-স্বাভাবিক থাকে সেই দিকে নজর রাখবেন।