কলকাতা: চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের জন্য বিভিন্ন জায়গায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনসভা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া এবং হুগলিতে জনসভা করে আসার পর প্রচার এর শেষ বেলায় তিনি জনসভা করলেন বেহালার চৌরাস্তায়। বেহালা পূর্ব এবং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন তিনি। সেই জনসভা থেকে আবারও বিজেপিকে এক হাত নিয়ে তিনি দাবি করলেন, তিনি ভাঙেন তবু মচকান না।
এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, কেরল থেকে শুরু করে তামিলনাড়ু, অসমে দুই দফা কিংবা এক দফায় ভোট হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে ৮ দফা নির্বাচন করছে নির্বাচন কমিশন। তিনি অভিযোগ করেন, ইচ্ছে করে বিজেপির নির্দেশে এই ভাবে নির্বাচন সাজানো হয়েছে। একেকটা জায়গাকে অনেকগুলো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এমনকি জনসভা করতে গেলে একদিনে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ কলকাতার জনসভা করতে হচ্ছে। বিজেপির যা ইচ্ছা করে গেছে বলে অভিযোগ করেন মমতা। যদিও এই প্রেক্ষিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “৮ দফা নির্বাচন করে ভেবেছে মমতাকে রফাদফা করে দেবে, কিন্তু মমতা ভাঙে তবু মচকায় না।” এদিন মমতা আরো জানান, বেহালাই তাঁকে রাজনৈতিকভাবে জন্ম দিয়েছে। সেই কারণে তিনি বারবার জন্মদাত্রী মায়ের কাছে আসেন।
মমতার আরো সংযোজন, নির্বাচনের শুরুতেই বিজেপি তাঁর পায়ের বারোটা বাজিয়ে দিয়েছিল। সবাই ভেবেছিল তিনি হয়তো প্রচার করতে পারবেন না। হাসপাতালে ডাক্তারাও বলেছিল যে তিনি বের হতে পারবেন না। কিন্তু তিনি মা-বোনেদের ভরসায় এবং তাদের আশীর্বাদে বেরিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তাঁর একটা পা কাজ করবে, অন্যদিকে মা-বোনেদের দুটো করে পা কাজ করবে। এই ভাবেই তিনি নির্বাচনী প্রচার করবেন।