সরকারি চাকরিতে ৫ লক্ষ নিয়োগ, শুধু পুলিশেই ৬০ হাজার, ভোটের আগে বড় ঘোষণা মমতার

সরকারি চাকরিতে ৫ লক্ষ নিয়োগ, শুধু পুলিশেই ৬০ হাজার, ভোটের আগে বড় ঘোষণা মমতার

mamata banerjee

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য সরকারি চাকরিতে প্রায় ৫ লক্ষ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার৷ সোমবার আরামবাগের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সব দফতরের বিভাগীয় প্রধানের সঙ্গে গত সপ্তাহেই বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই বৈঠকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছিল দফতর ভিত্তিতে কোথায় কত শূন্যপদ রয়েছে তা দ্রুত জানাতে হবে৷ স্থায়ী  ও অস্থায়ী দুই রকম পদে নিয়োগের জন্যেই তথ্য চাওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে ৫ লক্ষ শূন্যপদের মধ্যে ১ লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকদের জন্য। রাজ্য পুলিশে নিয়োগ করা হবে ৬০ হাজার কর্মীকে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + fifteen =