দিল্লিতে চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে উঠবেন মমতা, সেখানেই উঠবেন রাজ্যপাল বোস

দিল্লিতে চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে উঠবেন মমতা, সেখানেই উঠবেন রাজ্যপাল বোস

mamata banerjee

নয়াদিল্লি: আগামীকাল থেকে রাজধানী দিল্লিতে শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন৷ সেই উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি৷ আমন্ত্রণ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ রাষ্ট্রপতির আয়োজিত সেই নৈশভোজে যোগ দিতে এক দিন আগেই দিল্লি পৌঁছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে নামবেন তিনি। নৈশভোজ পরশু। সূত্রের খবর, জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে শনিবার থেকে উড়ান চলাচলে কিছু বিধিনিষেধ হয়েছে। সেই কারনেই এক দিন আগেই দিল্লি পৌঁছে যাবেন মমতা৷ 

দিল্লি পৌঁছে চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে উঠবেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত ভোট থেকে উপাচার্য নিয়োগ, একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে বিবাদ রয়েছে তাঁর৷ সেই আবহেই একই দিনে দিল্লি আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও উঠবেন এই বঙ্গভবনেই। সূত্রের খবর, রাষ্ট্রপতির নৈশভোজে আমন্ত্রিত রাজ্যপালও।

এদিকে, আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার রাতেই দেখা করতে আসবেন মমতার সঙ্গে।  মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বৈঠকেও মুখোমুখি হয়েছিলেন তাঁরা। মমতার মতো কেজরিওয়ালও চাইছেন যত দ্রুত সম্ভব বিরোধী জোটের আসন রফা করে নিতে। তবে যুযুধান শিবিরই জাতীয় মঞ্চে শরিক হওয়ায় বাংলা, পঞ্জাব এবং দিল্লিতে আসন সমঝোতার অঙ্কটা বেশ জটিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =