কলকাতা: প্রাক্তনকে সম্মান বর্তমানের৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক মেমোরিয়ালের জন্য জমি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-এর অনুরোধ ফেরাননি তিনি৷ রাজারহাটে জমি দেওয়া হল তাদের৷ শীঘ্রই শুরু করা হবে জ্যোতি বসু মেমোরিয়ালের কাজ। সূত্রের খবর, আগামী ৮ জুলাই, জ্যোতি বসুর জন্মদিনেই প্রস্তাবিত মেমোরিয়ালের রূপরেখার খসড়া সম্পূর্ণ করতে চাইছে রাজ্য সিপিএম।
আরও পড়ুন- ঘরে ফিরেই গুরুদায়িত্ব! বনগাঁ সাংগঠনিক জেলা সামলাবেন অর্জুন
রাজারহাটে নির্মীয়মাণ নতুন হাই কোর্টের কাছেই জ্যোতি বসু মেমোরিয়ালের জন্য ৫ একর জমি অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জমিটি কেনা হয়েছে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে’র নামে। এই ট্রাস্টের সচিব রবীন দেব৷ এছাড়াও ট্রাস্টের সদস্যদের মধ্যে আছেন বিমান বসু-সহ বিশিষ্ট নেতারা। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার পর জমিটি ট্রাস্টের হাতে এসেছে৷
গত বছর ৮ জুলাই রাজারহাটের এই জমিতে বোর্ড লাগিয়ে এর একাংশে বৃক্ষরোপণ করা হয়। এবার পুরোদস্তুর কাজ শুরু হবে৷ জানা গিয়েছে, এই মেমোরিয়ালে থাকবে জ্যোতি বসু এবং বামপন্থী আন্দোলন সংক্রান্ত সংগ্রহশালা, প্রদর্শনশালা, গ্রন্থাগার এবং অডিটোরিয়াম। এমনকী অতিথিদের থাকার ব্যবস্থাও করা হবে। দেশ–বিদেশ থেকে আগত অতিথিদের আতিথেওতার ব্যবস্থাও থাকবে এখানে৷
কেন এই উদ্যোগ? আলিমুদ্দিন সূত্রে খবর, নতুন প্রজন্ম যাঁরা বাম–আন্দোলন সম্পর্কে জানতে আগ্রহী তাঁদের সমৃদ্ধ করতেই এই ব্যবস্থা। যাঁরা বাম আন্দোলন নিয়ে গবেষণা করতে চান, তাঁরাও এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন৷ দেশ–বিদেশের কমিউনিস্ট নেতারা এখানে এসে জ্যোতি বসু এবং বাম আন্দোলন সম্পর্কে জানতে পারবেন। জ্যোতি বসু মেমোরিয়ালের কাজে আর দেরি করতে চায় না বামেরা। নকশা চূড়ান্ত করে দ্রুত মূল কাজ শুরু হতে চলেছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>