গ্রেফতারের আগে কেন CrPC আইনে নোটিশ নয়, প্রশ্ন মমতার

গ্রেফতারের আগে কেন CrPC আইনে নোটিশ নয়, প্রশ্ন মমতার

05a84b78e4b0232799b32021d08b44d6

কলকাতা:  রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করার পর থেকেই সরগরম নিজাম প্যালেস৷ এই মুহূর্তে সিবিআই দফতরের ভিতরটা দখল নিয়ে রেখেছে কেন্দ্রীয় বাহিনী৷ বাইরে উপচে পড়েছে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়৷ ফলে গ্রেফতার হওয়ার চার নেতার সুরক্ষা সিবিআই-এর কাছে বড় চ্যালেঞ্জ৷ কী ভাবে এখান থেকে চার নেতাকে বার করে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হবে, সেটাই বড় প্রশ্ন৷ 

আরও পড়ুন- নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল বিক্ষোভ

জানা গিয়েছে, দিল্লির সিবিআই-এর সদর দফতরে একটি মেল করা হয়েছে৷ গোটা পরিস্থিতি সম্পর্কে সদর দফতরে জানানো হয়েছে৷ এদিকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে সিবিআই অফিসার অখিলেশ কুমার সিংয়ের চেম্বারে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রশ্ন, কোনও অভিযুক্তকে গ্রেফতার করার আগে সিআরপিসি’র ৪১ ধারায় নোটিশ পাঠাতে হয়৷ কেন সেই নোটিশ পাঠানো হল না? কেন কেন্দ্রীয় দল নিয়ে হামলা চালিয়ে তুলে আনা হল নেতাদের? 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *