তৃণমূল ছাড়ার হিড়িক! কালীঘাটে জরুরি বৈঠকে মমতা

তৃণমূল ছাড়ার হিড়িক! কালীঘাটে জরুরি বৈঠকে মমতা

24fef55a1a847ae5a48fd2ed87117fb8

 

কলকাতা: ভোটের আগেই শুভেন্দু দল ছাড়বেন, তা একপ্রকার নিশ্চিত ছিল তৃণমূল নেতৃত্ব৷ কিন্তু, শুভেন্দুর পর একের পর এক নেতা দল ছেড়ে বেরিয়ে যাবে, তা হইতো অনুমান করতে পারেনি তৃণমূলের তরফে বরত পাওয়া পেশাদার সংস্থা৷ ভোটের আগে গুরুত্বপূর্ণ নেতাদের দল ছাড়ার হিড়িক যে তৃণমূলের পক্ষ্যে শুভ লক্ষণ না, তা বেমালুন বুঝতে পারেন শীর্ষ নেতৃত্ব৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজ শুক্রবার কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক বসতে চলেছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনায় উঠে আসতে পারে বিদ্রোহী বিধায়কদের প্রসঙ্গ৷

বৃহস্পতিবার দল ছেড়েছেন ৩ হেভিওয়েট নেতা৷  শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি ও প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ আজ দল ছেড়েছেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত৷ দল ছাড়ার তালিকা আরও দীর্ঘ হতে পারে আশা বিজেপির৷ পরিস্থিতি যে খুব একটা অনুকুল নয়, তা বেমালুন বুঝতে পেরেছেন ঘাসফুলের নেতারা৷ এমন অবস্থায় আজ কালীঘাটে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি পর্যালোচনায় হতে পারে এই বৈঠক৷

এর আগে দলের জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে নির্বাচনী রণকৌশল নিয়ে হয় বিস্তারিত আলোচনা৷ কিন্তু, বৈঠকের পর থেকে বদলে গিয়েছে বহু সমীকরণ৷ তৈরি হয়েছে নানান সমস্যা৷ একের পর এক নেতা বেসুরো মন্তব্য করছেন৷ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ হতে পারে বৈঠক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *