৫০০টি স্কুলে ১৫০০ প্যারাটিচার নিয়োগ, ঘোষণা মমতার

৫০০টি স্কুলে ১৫০০ প্যারাটিচার নিয়োগ, ঘোষণা মমতার

ঝাড়গ্রাম: বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা৷ উৎসব হচ্ছে প্রতিটি জেলায়৷ গত ৩ বছর ধরে এই আদিবাসী উৎসব পালন করছে রাজ্য সরকার৷ এদিন মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজেও সাঁওতালি অলচিকি ভাষায় বই লিখেছেন৷  ঝাড়গ্রামের ৯৫ শতাংশ মানুষকে কিছু না কিছু পরিষেবা দেওয়া হয়েছে৷ ২০১৭ সালে নতুন জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে ঝাড়গ্রাম৷ 

আরও পড়ুন- নাম না করে শুভেন্দুকে আক্রমণ, দেশছাড়া করার হুঁশিয়ারি মন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী জানান, ঝাড়গ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে৷ নতুন হাসপাতাল হচ্ছে৷ সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ও চারটি নতুন কলেজ হচ্ছে৷  ১০০ শতাংশ বিদ্যুতিকরণ হয়েছে৷ স্পোর্টস কমপ্লেক্স হয়েছে৷ জহর থান ও মাঝি থানে পাট্টা দেওয়া হবে৷ এর জন্য ১৭৬টি স্থান চিহ্নিত হয়েছে৷ আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না৷ আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে৷ রাজ্য এই আইন করেছে৷ তিনি চান এই আইন গোটা  দেশে যেন চালু করা হয়৷ এছাড়াও অলচিকি ভাষায় পড়ানোর জন্য ৫০০টি স্কুল তৈরি হচ্ছে৷ সেখানে ১৫০০ প্যারা টিচার নিয়োগ করা হবে বলে জানান তিনি৷ ১১টি স্কুলে সাঁওতালি ভাষায় উচ্চমাধ্যমিক পড়ানোর চেষ্টা হচ্ছে৷ মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফল করছে বলে উল্লেখ করেন মমতা৷ পাশাপাশি লালগড় কলেজে সাঁওতালি ভাষায় পাস ও অনার্স কোর্সও চালু হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 19 =