সভা শুরুর আগে শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট বার্তা মমতা- অভিষেকের

সভা শুরুর আগে শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট বার্তা মমতা- অভিষেকের

কলকাতা: আজ ২১ জুলাই। তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে ধর্মতলা চত্বরে ভিড় জমাচ্ছে কাতারে কাতারে তৃণমূল কর্মী-সমর্থক৷ জনজোয়ারে ভাসছে ধর্মতলা৷ রেল, সড়ক তো বটেই নদী পথেও আসছেন শাসকদলের কর্মী সমর্থকেরা। গ্রাম বাংলা দখলের পর দলের এই মেগা সমাবেশকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করছে। শহিদদের শ্রদ্ধা জানিয়ে সভা শুরুর আগে টুইট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘৩০ বছর আগে গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল ১৩ জন বীর শহিদকে। তাঁদের অদম্য চেতনা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আজ, শহিদ দিবসে, আমরা তাদের সেই  আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই!

দলনেত্রী টুইট করার পরই টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘শহিদ দিবস, আমাদের হৃদয়ে অগণিত আবেগ জাগিয়ে তোলে! আজ, বাংলার মানুষ সেই ১৩ জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাঁরা অত্যাচারী শক্তির সঙ্গে লড়াই করে এবং গণতান্ত্রিক নীতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের এই আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে, আমি ন্যায়সঙ্গত সমাজের জন্য কাজ করে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − one =