কলকাতা: আজ, বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব৷ অন্যদিকে, শুক্রবার শেষ হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। আগামীকাল যাত্রা-শেষের সভায় অভিষেকের সঙ্গে উপস্থিত থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই শনিবার পঞ্চায়েত ভোট নিয়ে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন মমতা-অভিষেক। শনিবার দুপুরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসবেন তৃণমূল নেতৃত্ব।
নির্বাচন কমিটির বৈঠকে ঠিক কী হবে, তা নিয়ে দলের তরফে কোনও অ্যাজেন্ডা সাংগঠনিক নেতাদের পাঠানো হয়নি। শুধু জানানো হয়েছে, পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করা হবে। তবে সূত্রের খবর, বৈঠকের মূল উদ্দেশ্য হল নিচুতলায় কড়া বার্তা পৌঁছে দেওয়া৷ সেই সঙ্গে এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রচার এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷
এ বারে পঞ্চায়েত ভোটের পথ শাসক দলের কাছে খুব মসৃণ হবে না বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। ত্রিস্তর পঞ্চায়েতে আসন সংখ্যা প্রায় ৭৪ হাজার৷ সেখানে প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের দাবিদার অন্তত সাড়ে সাত লক্ষ। অর্থাৎ আসন পিছু গড়ে দাবিদারের সংখ্যা দশ৷ তবে নিয়ম মেনে দিনের শেষে টিকিট পেয়েছেন একজনই। ফলে বিক্ষুব্ধরা ভোটে ঠিক কী ভূমিকা পালন করবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও তৃণমূলে বিক্ষুব্ধ রাজনীতি করে যে কেউ বিশেষ সুবিধা করতে পেরেছেন, তেমন উদাহরণ খুব বেশি চোখে পড়ে না। গত বিধানসভা ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ দাগ কাটতে পারেননি। অনেকে আবার তৃণমূলেই ফিরে এসেছেন। এর পরেও কোনও কিছু নিয়ে নিশ্চিত হওয়া যায় না। সেই বিক্ষুব্ধ রাজনীতি কঠোর হাতে দমন করতেই নির্বাচন কমিটির বৈঠক বলে মনে করা হচ্ছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>