‘অনেক আলোচনা হয়েছে, এবার ফ্রিতে টিকা দিতে হবে’, কেন্দ্রকে হুঁশিয়ারি রাহুলের

‘অনেক আলোচনা হয়েছে, এবার ফ্রিতে টিকা দিতে হবে’, কেন্দ্রকে হুঁশিয়ারি রাহুলের

নয়াদিল্লি:  করোনার টিকাকরণ নিয়ে ফের কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইট করে দেশের প্রত্যেক নাগরিককে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়ার দাবি জানালেন তিনি। রাহুল বলেন, এই বিষয়ে আর কোনও কথা হবে না৷ সকলকে ভ্যাকসিন দিতে হবে৷ ওয়ানাড়ের সাংসদ আরও বলেন, কোভিড বিরোধী লড়াইয়ে দেশকে ‘বিজেপি সিস্টেমের শিকার’ করো না কেন্দ্রের শাসক দল৷  

আরও পড়ুন- করোনা নিয়ে উদ্বেগ, পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন দেবেগৌড়া

কড়া ভাষায় টুইট করে রাহুল গান্ধী এদিন বলেন, ‘‘অনেক আলোচনা হয়েছে৷ নাগরিকদের বিনা মূল্যে ভ্যাকসিন দিতে হবে৷ দেশকে বিজেপি সিস্টেমের শিকার করো না৷’’ প্রসঙ্গত, করোনা ভ্যাকসিনের দাম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই টুইট করেন রাহুল৷  সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানিয়েছেন, আপাতত রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতিটি ডোজ ৪০০ টাকায় বেচবেন তাঁরা৷ বেসরকারি হাসপাতালে দাম পড়বে ৬০০ টাকা৷ অন্যদিকে, রাজ্যগুলির জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা৷ আর বেসরকারি ক্ষেত্রে হাসপাতালগুলিতে এই ডোজ কিনতে হবে ১২০০ টাকা দিয়ে৷  অথচ কেন্দ্রের জন্য ভ্যাকসিনের দাম ১৫০ টাকাই থাকছে৷ 

আরও পড়ুন- মিলেছে মার্কিন আশ্বাস, এবার সৌদি আরবের কাছে সাহায্য চেয়ে ফোন দোভালের

এদিকে, ১ মে থেকে ১৮ ঊর্ধ্ব সকলের জন্য টিকাকরণ কর্মসূচি চালু করার কথা জানিয়েছেন নয়াদিল্লি৷ বলা হয়েছে, এবার থেকে খোলা বাজারেই মিলবে ভ্যাকসিন৷ ৫০% ভ্যাকসিন সরকার নির্ধারিত দামে খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা৷ মানুষ চাইলে নিজেই নিজের ভ্যাকসিন কিনতে পারবেন৷ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি। এর ফলে টিকা কেনার ক্ষেত্রে রাজ্যের সামনে আর কোনও বাধা রইল না৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =