রাজ্য পুলিশ মহলে বড়সড় রদবদল, একসঙ্গে বদলি করা হল ৩১ জন আইপিএস-কে

রাজ্য পুলিশ মহলে বড়সড় রদবদল, একসঙ্গে বদলি করা হল ৩১ জন আইপিএস-কে

major reshuffle

কলকাতা: প্রশাসনিক পদে রদবদলের পর রাজ্যের পুলিশ মহলেও বড়সড় রদবদল৷ গত অগাস্ট মাসে চার শীর্ষ পদাধিকারী পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। এবার রাজ্যে ৩১ জন আইপিএস অফিসাররে বদলি করা হল।

নবান্ন সূত্রে খবর, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার হলেন আইপিএস সূর্য্যপ্রতাপ যাদব। তিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে কর্মরত ছিলেন। কোচবিহার জেলার পুলিশ সুপার করা হয়েছে দ্যুতিমান ভট্টাচার্যকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার হলেন আইপিএস অফিসার আনন্দ রায়। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার করা হল আনন্দ নাথ কে। হুগলি জেলার পুলিশ সুপার করা হল আইপিএস কামনাশিস সেনকে। তিনি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ছিলেন। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে নিয়ে আসা হল হুগলির পুলিশ সুপার আইপিএস আমনদীপকে। রানাঘাটের পুলিশ সুপার করা হল আইপিএস কুমার সানি রাজ। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হলেন সৌম্যদীপ ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার হলেন আইপিএস চিন্ময় মিত্তল। সরানো হয়েছে বারুইপুরের এসপিকেও। কলকাতা পুলিশের কম গুরুত্বপূর্ণ ব্যাটেলিয়ন টু-তে ডিসি করে পাঠানো হয়েছে বারুইপুরের এসপি পুষ্পাকে। তাঁর জায়গায় আনা হয়েছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশ চন্দ্র ঢালিকে। 

এর আগে মার্চ মাসে রাজ্য পুলিশ আধিকারিকদের মধ্যে বদল করা হয়েছিল। মোট ৫১ জন পুলিশ আধিকারিককে বদল করা হয়। বদলি করা হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধরকেও। তাঁর বদলে গোয়েন্দা প্রধান করা হয় শঙ্খশুভ্র চক্রবর্তীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =