VIP-দের সুরক্ষায় আর নয় NSG কমান্ডো, বড় নির্দেশ!

VIP Security নয়াদিল্লি: এবার ভিআইপি সুরক্ষা প্রসঙ্গে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের৷  ভিআইপি সুরক্ষার দায়িত্ব থেকে এবার ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি…

VIP Security

VIP Security

নয়াদিল্লি: এবার ভিআইপি সুরক্ষা প্রসঙ্গে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের৷  ভিআইপি সুরক্ষার দায়িত্ব থেকে এবার ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্র৷ আগামী দু’মাসের মধ্যে এই দায়িত্ব থেকে এনএসজি কমান্ডোদের সরিয়ে নেওয়া হবে৷ ওই জায়গায় সিআরপিএফকে দায়িত্ব দিতে বলা হয়েছে৷ দায়িত্ব পালন করতে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এক নতুন ব্যাটালিয়ানকে সিআরপি-র সঙ্গে জুড়তে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক তরফে৷  (VIP Security)

VIP Security

NSG Out, CRPF In

এনএসজির ব্ল্যাক ক্যাট কমান্ডো এখন পর্যন্ত যে নয়জন ভিআইপিকে সুরক্ষা প্রধান করে তাঁরা হলেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বসপা প্রধান মায়াবতী, কেন্দ্রীয় সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷

VIP Security

Major Overhaul of VIP Security

এছাড়াও বিজিপি নেতা ও ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ, ন্যাশনাল কংগ্রেসের অধ্যক্ষ ফারুখ অবদুল্লা এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এবার থেকে এঁদের সবাইকে এনএসজির বদলে সিআরপিএফের সুরক্ষা প্রদান করা হবে৷

আরও পড়ুন-

গণহত্যা মামলায় হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইবুনালের

দেশের সবচেয়ে বড় ছয় আইপিও-র মধ্যে লোকসানে পাঁচ? জানুন সত্যিটা

নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, জানিয়ে দিলেন উত্তরসূরির নাম

পার্থর সুপারিশেই প্রাথমিকে ‘অযোগ্য’দের চাকরি, তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে

লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ! DA বাড়ল সরকারি কর্মচারীদের, মিলবে বকেয়াও | DA Hike