নোবেলের নতুন বউ ফিরলেন বাড়ি, ‘সারেগামাপা’-খ্যাত গায়কের ঠাঁই রিহ্যাবে

নোবেলের নতুন বউ ফিরলেন বাড়ি, ‘সারেগামাপা’-খ্যাত গায়কের ঠাঁই রিহ্যাবে

mainul ahsan

ঢাকা: দিন সাত আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চতুর্থ বিয়ের খবর শুনিয়েছিলেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল৷ তৃতীয় স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ছ’মাসের মধ্যেই নিকাহ সেরে চমকে দিয়েছিলেন তিনি৷ চতুর্থ স্ত্রী ফারজানা আরশির সঙ্গে ঘনিষ্ঠ ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেন বাংলাদেশি গায়ক৷ কিন্তু বিয়ের এক সপ্তাহ পেরনোর আগেই খুলনার বাড়িতে ফিরে গেলেন নোবেলর ‘তুলে আনা’ চতুর্থ স্ত্রী৷ আর নোবেল গেলেন  মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্র বা রিহ্যাবে৷ 

এপাড় বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র মঞ্চ থেকেই খ্যাতির শিখর ছুঁয়েছিলেন নোবেল৷ সঙ্গীত জগতে পরিচিতি গড়ে উঠতে শুরু করে তাঁর৷ তবে রিয়্যালিটি শো-এর পর গানের চেয়ে তাঁকে ঘিরে বিতর্কই হয়েছে বেশি৷  বারবার শিরোনাম কেড়েছে গায়কের ব্যক্তিগত জীবনও৷ চতুর্থবার বিয়ের পর নোবেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন সালসাবিল৷ তিনি বলেন, খুলনার ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে সাত বছরের প্রেম ছিল তাঁর স্ত্রী আরশির। ২০২১ সালের গোড়ার দিকে বিয়ে করেন দু’জনে। দুই বছরের সংসার ওঁদের। সেই সংসার ছেড়ে এখন নোবেলের কাছে চলে এসেছেন আরশি৷ নোবেল মেয়েটিকে জোর করে তুলেও নিয়ে আসতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন সালসাবিল৷ 

নোবেলের সঙ্গে বিয়ে ভাঙার পর তাঁর তৃতীয় স্ত্রী সালসাবিল গায়কের বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল নোবেলের মাত্রারিক্ত মাদকাশক্তি। দিন কয়েক আগের ঘটনা৷ আকন্ঠ মদ্যপান করে কুড়িগ্রামের একটি কনসার্টে গান গাইতে ওঠেন নোবেল৷ নেশায় চূড় নোবেল জড়ানো কণ্ঠে গান ধরতেই দর্শকরা তাঁকে জলের বোতল ছুড়ে মারেন৷ এই ঘটনার পরই সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় গায়কের। এর ছয় মাসের মধ্যেই চতুর্থবার বিয়ে সারেন নোবেল৷ ফারজানা আরশির সঙ্গে নিকাহর পর ঠোঁটে ঠোঁট রেখে ছবিও তোলেন। সেই ছবি নেটপাড়ায় ভাইরাল৷ কিন্তু, বিয়ের পরেও মদের নেশা ছাড়তে পারেননি বাংলাদেশি গায়ক। অবশেষে বেসামাল নোবেলকে ঢাকার কাছাকাছি একটি মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করিয়ে দেয় তাঁর পরিবার৷ 

এদিকে, স্বামী রিহ্যাবে যেতেই খুলনায় ফেরেন গায়কের চতুর্থ স্ত্রী ফারজানা৷ বাড়ি ফেরার পর ফেসবুকে ফারজানা লেখেন, ‘‘আমি আমার বাড়ি খুলনাতে আছি। না জেনে উল্টোপালটা খবর ছড়াবেন না প্লিজ। আজকে যদি আমি নাদিমের সঙ্গে সব কিছু শেষ করে যেতাম, তা হলে কেউ কিছুই জানতে পারত না? আমি কি এতটাই বোকা? আমি জানি না যে, নোবেল এই ছবি পোস্ট করলে কতটা ঝামেলা হবে? বিশ্বাস করুন এ সবে আমার হাত ছিল না।’’

নোবেলের সম্পর্ক নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে সালসাবিল বলেছিলেন, খুলনার ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে সাত বছরের প্রেম ছিল তাঁর স্ত্রী আরশির। ২০২১ সালের গোড়ার দিকে বিয়ে করেন তাঁরা। দুই বছরের সংসার তাঁদের। সেই সংসার ছেড়ে এখন নোবেলের কাছে চলে এসেছে৷ এই সম্পর্ক ক’দিন টেকে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন সালসাবিল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − ten =