উচ্ছেদ করতে দল পাঠাল কেন্দ্র, তার আগেই দিল্লির বাংলো ছাড়লেন তৃণমূলের মহুয়া

উচ্ছেদ করতে দল পাঠাল কেন্দ্র, তার আগেই দিল্লির বাংলো ছাড়লেন তৃণমূলের মহুয়া

mahua moitra

কলকাতা: বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে উৎখাত করতে দিল্লির বাংলোতে দল পাঠাল কেন্দ্রীয় সরকার। তবে মহুয়ার আইনজীবী জানান, কেন্দ্রের দল পৌঁছনোর আগেই সাংসদ বাংলো খালি করে দিয়েছেন তাঁর মক্কেল। শুক্রবার সকাল ১০টা নাগাদ বাংলো খালি করে দিয়েছেন মহুয়া৷ ‘অনৈতিক আচরণ’-এর অভিযোগে গত মাসে লোকসভা থেকে তাঁকে বহিষ্কার করা হয়৷ এর পরই মহুয়াকে দিল্লির বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ 

মহুয়ার আইনজীবী শাদান ফারাসাত বলেন, ‘‘দিল্লির টেলিগ্রাফ লেনে ৯বি নম্বরের যে বাড়িটিতে মহুয়া মৈত্র ছিলেন, শুক্রবার সকাল ১০টায় তা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। ডিওই-এর আইনজীবীর হাতে বাংলোর জিনিসপত্রও তুলে দেওয়া হয়েছে। ডিওই আসার আগেই বাংলো খালি করে দেওয়া হয়। ফলে এখানে কোনও ‘উচ্ছেদ’ হয়নি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fourteen =