করোনা কাঁটা! শনিবার থেকে ফের লকডাউন জারি হচ্ছে এই রাজ্যে

গত ২৪ ঘন্টায় এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৮২ থেকে বেড়ে হয়েছে ২৩০

e3efc5010b1db271c272f5fac70ba52d

অমরাবতী: ২০২০ সালের যে অতিমারী জর্জরিত অভিশাপ কাটিয়ে ২১-এর নতুন সকালে পা রেখেছিল মানুষ, তারপর কেটে গেছে প্রায় দেড় মাস। করোনার টিকাকরণ প্রক্রিয়া চালুর পাশাপাশি সংক্রমণের হারও নতুন বছরে ধীরে ধীরে হ্রাস পেতে দেখা যায়। কিন্তু ঠিক যে সময়ে একটা করোনা মুক্ত দেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতবাসী, সেসময় নতুন করে শুরু হয়েছে সংক্রমণের ঢেউ। 

মহারাষ্ট্রে আচমকা করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে কয়েকগুণ, যার ফলে সে রাজ্যে পুণরায় লকডাউন ঘোষণা করার কথা ভেবেছে সরকার। আগামী শনিবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্রের অমরাবতী জেলায় জারি থাকবে সম্পূর্ণ লকডাউন, এদিন এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। ওই জেলায় সপ্তাহান্তে বাজার থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যদিও সমস্ত আপৎকালীন জরুরি পরিষেবা চালু থাকবে বলেই জানিয়েছে প্রশাসন। অমরাবতীতে নতুন করে সংক্রমণের ঢেউ নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই ঘোষিত হয়েছে এই সাপ্তাহান্তিক লকডাউন। 

এদিন অমরাবতীর জেলা প্রশাসনের কর্মকর্তা শেলেশ নাভাল জানিয়েছেন, “নতুন করে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় আমি জেলায় এই সপ্তাহান্তে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আরো কঠোর লকডাউন যাতে জারি করার প্রয়োজন না পড়ে, তাই আমি মানুষের কাছে অনুরোধ করছি করোনা বিধি নির্দিষ্ট আচরণ মেনে চলতে।” লকডাউন কালে ধর্মীয় অনুষ্ঠানে মাত্র ৫ করে জন যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন নাভাল। এছাড়া সুইমিং পুল ও খেলাধুলা বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের অমরাবতী জেলায় মঙ্গলবার করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৮২। বুধবারের মধ্যে সেই সংখ্যা আচমকাই অনেকটা বেড়ে গিয়ে হয়ে দাঁড়ায় ২৩০। এই আকস্মিক বৃদ্ধি প্রশাসনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। এদিকে লকডাউন জারি না করলেও মানুষের স্বাভাবিক গতিবিধিতে নিয়ন্ত্রণ আনা হচ্ছে মহারাষ্ট্রের যাবাৎমল জেলাতেও। স্কুল কলেজ রেস্টুরেন্ট ইত্যাদি সেখানে বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *