মুম্বই: রিপাবলিক টিভির সঞ্চালক তথা সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারের পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। তবে উত্তেজনা কমেনি। গ্রেপ্তার হওয়ার পর থেকেই মুম্বই পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন অর্ণব। দাবি করেছেন, তাকে মারধর করা হয়েছে, এমনকি পরিবার এবং আইনজীবীর সঙ্গেও নাকি দেখা করতে দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। অর্ণব গোস্বামীকে নিয়ে তিনি এতটাই চিন্তিত যে সরাসরি ফোন করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে।
জানা গিয়েছে, অর্ণব গোস্বামীর স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে চিন্তিত মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। এই কারণেই তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে রিপাবলিক টিভির সঞ্চালকের ব্যাপারে খোঁজ নিয়েছেন। অর্ণবকে যাতে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়, সেই প্রসঙ্গেও অনুরোধ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত রবিবার এক কোয়ারেন্টাইন সেন্টার থেকে অর্ণব গোস্বামীকে নিকটবর্তী জেলে শিফ্ট করা হয়। মুম্বই পুলিশের বক্তব্য, নিয়ম লঙ্ঘন করে তিনি কোয়ারেন্টাইন সেন্টারে মোবাইল ব্যবহার করেছিলেন। জেলে নিয়ে যাবার সময়ই অর্ণব গোস্বামী মুম্বই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন যে তাকে তারা শারীরিক নিগ্রহ করেছেন। এমনকি তার জীবন সংকটে রয়েছে বলেও দাবি করেন সাংবাদিক।
এর আগে যেদিন অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়, সেদিনও তিনি অভিযোগ জানান যে, তার পুত্র এবং স্ত্রীকে হেনস্তা করেছে মুম্বই পুলিশ। একই অভিযোগ জানিয়েছেন অর্ণবের স্ত্রী শ্যামাব্রতা রায় গোস্বামী। তিনি জানান, বাড়িতে ঢুকে বেআইনিভাবে তার স্বামীর অর্ণবকে তুলে নিয়ে গেছে মুম্বই পুলিশ। উল্লেখ্য, ২০১৮ সালের জোড়া আত্মহত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক অর্ণব গোস্বামীকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অর্ণবের পাশাপাশি এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে। প্রত্যেককেই আপাতত ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অর্ণব গোস্বামীর গ্রেফতারের পর একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তার সমর্থনে বক্তব্য রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ প্রমুখ। অর্ণবের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।