মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ও নম্বর বিভাজনের বিজ্ঞপ্তি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ও নম্বর বিভাজনের বিজ্ঞপ্তি পর্ষদের

কলকাতা: প্রায় ৯ মাস হতে চলল৷ করোনা প্যান্ডেমিকের জেরে বন্ধ রয়েছে স্কুল৷ এই পরিস্থিতিতে চলতি বছরের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা না নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ করোনা পরিস্থিতির জেরে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমেছে মাধ্যমিকে৷ কোন বিষয় থেকে মাধ্যমিকে এবার প্রশ্ন আসবে, তার তালিকাও তুলেছে আজ বিকেল ডট কম৷ এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, তার নম্বর বিন্যাস প্রকাশ করল মাধ্যশিক্ষা পর্ষদ৷

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ৷ সমস্ত বিষয়ে নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে৷ কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, তার বিস্তারিত জানানো হয়েছে৷ তবে, কবে পরীক্ষা হবে, তাও অধরা৷ আর তাতেই বিভ্রান্তি বাড়ছে পড়ুয়াদের অন্দরে৷

কেননা, টানা ৮-৯ মাস বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ হয়ে রয়েছে৷ ২০২১ সালের মাধ্যমিকে ক্লাস হয়েছে মেরেকেটে মাত্র আড়াই মাস৷ ফলে, শেষ হয়নি সিলেবাস৷ কবে, স্কুল খুলবে তাও অজানা৷ স্কুল না খুললেও আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনও খামতি দেখা যাচ্ছে না, সে রাজনৈতিক সভা-সমিতি হোক, কিংবা মিছিল-মিটিং৷ সবই হচ্ছে, স্কুলও খোলা৷ শুধু বন্ধ পঠন-পাঠান৷ তার তাতেই পড়ুয়া ও অভিভাবক মহলে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ আগামী বছর কবে পরীক্ষা, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত না হওয়ায় পরীক্ষার প্রস্তুতি নিতে চূড়ান্ত সমস্যায় পড়েছেন পড়ুয়ারা৷ সিলেবাস কমেছে বটে, পরীক্ষার দিনক্ষণ নিয়ে বাড়ছে চিন্তা৷

নম্বর বিভাজন
নম্বর বিভাজন
নম্বর বিভাজন
নম্বর বিভাজন
নম্বর বিভাজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =