কলকাতা: করোনা কাঁটায় গত বছর হয়নি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ তবে এই বছর পরিস্থিতি অনেকটই স্বাভাবিক৷ আগামী মার্চ মাস থেকে শুরু হবে মাধ্যমিক৷ তার আগে অ্যাডমিট দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে৷ কোনও ভুল থাকলে ৪ মার্চের মধ্যে জানাতে হবে আবেদন৷ বৃহস্পতিবার এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে৷
আরও পড়ুন- ২ বছর পর স্কুল খোলায় উপস্থিতি কেমন? যা জানা গেল
অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে প্র্যাক্টিক্যাল পরীক্ষা৷ ৪ মার্চের মধ্যে তা শেষ করতে হবে৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে এসে পরীক্ষা দিতে পারবেন৷ অনলাইনেও পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যেই প্র্যাকটিক্যালের ১২টি বিষয়ের লিংক প্রকাশ করা হয়েছে। প্রধান শিক্ষকদের বলা হয়েছে, ১৫ মার্চের পর সংসদে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর জমা দিতে হবে৷ উল্লেখ্য এবার হোম সেন্টারেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা।
নিজের স্কুলে উচ্চমাধ্যমিক হলেও মাধ্যমিক হবে অন্য সেন্টারে। এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ৯ হাজার ৯৯১টি স্কুলের পড়ুয়া। ৭ মার্চ থেকে পরীক্ষা শুরু৷ প্রথম দিন হবে বাংলা পরীক্ষা। ৮ মার্চ ইংরাজি। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌতবিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়। মাধ্যমিক শেষ হলেই ২ এপ্রিল শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সংসদ থেকে কোনও প্রশ্ন পাঠানো হবে না৷ স্কুলগুলি পড়ুয়াদের মূল্যায়ন করে নম্বর পাঠাবে সংসদে৷ উল্লেখ্য, এবার স্কুলে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়েছে। দু’টি ক্ষেত্রেই প্রশ্ন করা এবং খাতা দেখার দায়িত্ব ছিল স্কুলের উপরেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>