রাতে শারীরিক অবস্থার অবনতি মদন মিত্রের, পাঠানো হল CCU-তে, কেমন আছেন বিধায়ক?

রাতে শারীরিক অবস্থার অবনতি মদন মিত্রের, পাঠানো হল CCU-তে, কেমন আছেন বিধায়ক?

madan mitra

কলকাতা: শারীরিক অবস্থার আরও অবনতি৷ বৃহস্পতিবার রাতেই কামারহাটির বিধায়ক মদন মিত্রকে এসএসকেএম-এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করলেন চিকিৎসকরা।

জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সোমবার রাতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন৷ উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছিল তাঁর৷ কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে সিসিইউ-তে নিয়ে যাওয়া হয় কামারহাটির বিধায়ককে। বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল৷

গত ৪ ডিসেম্বর সন্ধেয় আচমকাই অসুস্থ হয়ে পড়েন মদন৷ নিয়ে আসা হয় এসএসকেএম-এ৷ চিকিৎসকরা জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত মদন। বৃহস্পতিবার রাতে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। জ্ঞান হারিয়ে ফেলেন কালারফুল নেতা৷ এরপরই তাঁকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু এর পরেও  শ্বাসকষ্ট না কমায় মন্ত্রীকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। এই যন্ত্রের সাহায্য ফুসফুসে বাতাস প্রবেশ করে৷ এতে শ্বাসকষ্টের সমস্যা কমে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + thirteen =