madan mitra
কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ নিয়ে সুর চড়িয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বুধবার আচমকাই তিনি পৌঁছে গেলেন সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে৷ হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। হাসপাতালের বেহাল পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তৃণমূলের ‘রঙিন নেতা’৷
এদিন কামারহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলেন মদন। তার আগে অবশ্য হাসপাতালে আসা রোগীদের পরিজনদের সঙ্গে কথা বলে জানেন তাঁদের অভাব অভিযোগ৷ বিধায়কের বলেন, ‘‘অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন যে হাসপাতালে ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। এটা কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য চলছে। হাসপাতালে এসে কেন অভিযোগ থাকবে রোগীদের!’’
মদন মিত্রের কথায়, ‘‘এই হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। নার্সিং ট্রেনিং কলেজও চালু হচ্ছে। সেখানে ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতেই হবে। হাসপাতাল প্রশাসনের কোনও গা ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না।’’ হাসপাতালের পরিষেবা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট বিধায়ক৷ পাশাপাশি সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়েও সোচ্চার তিনি৷ তাঁর অভিযোগ, দালালরা সর্বত্র দাদাগিরি করে বেরাচ্ছে৷ আঙুল উঁচিয়ে মদনের হুঁশিয়ারি, ‘‘এখানে দাদাগিড়ি চলছে৷ গুন্ডাগিরি চলছে৷ সব ঘুঁচিয়ে দেব।’’
এদিকে, রাজ্যের সরকারি হাসপাতালে দালালরাজ নিয়ে সোচ্চার মদনের পাশে দাঁড়ালেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। হাসপাতালের দালালরাজ নিয়ে মদন সরব হওয়ায় প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি৷ বুধবার সকালে খড়্গপুরে চা চক্র যোগ দেন দিলীপ ঘোষ। তারপর সাংবাদিকদের মুখোমপখি হয়ে দিলীপ বলেন, মদন মিত্র ‘সাহসী’৷ তাই তিনি মুখ খুলেছেন৷