জেলে পৌঁছেই অসুস্থ মদন-শোভন, ভর্তি SSKM-এ

জেলে পৌঁছেই অসুস্থ মদন-শোভন, ভর্তি SSKM-এ

কলকাতা:  দিনভর টানটান উত্তেজনার পর রাতে চূড়ান্ত ক্লাইম্যাক্স৷ গ্রেফতার হওয়ার পর জামিন পেয়েও তাতে স্থগিতাদেশ ও অতঃপর প্রেসিডেন্সি জেলে তৃণমূলের তিন নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র৷ জেলে পাঠানো হয় শোভন চট্টোপাধ্যায়কেও৷ কিন্তু জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ তাঁদের প্রেসিডেন্সি থেকে তড়িঘড়ি নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে৷ দু’জনকেই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে৷ 

আরও পড়ুন- শোভনের পাশে থাকায় দিদির জন্য প্রাণ দিতেও প্রস্তুত বৈশাখী!

সোমবার দিনভর নাটকের পর বুধবার পর্যন্ত এই চার নেতার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ গতকাল রাত সোয়া ১টা নাগাদ নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় চার নেতা-মন্ত্রীকে৷ জানা গিয়েছে, সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ তাঁদের প্রাথমিক ভাবে জেল হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ৷ তাঁদের এসএসকেএম-এর উডবার্ন হাসপাতালে ভর্তি রাখা হয়েছে৷ অন্যদিকে, গতকাল রাতে হাসপাতালে আসেন সুব্রত মুখোপাধ্যায়ও৷ তবে তিনি আবার সংশোধনাগারেই ফিরে যান৷ যদিও তাঁর পরিবারের তরফে আবেদন করা হয়েছে যাতে তাঁকে হাসপাতালে রাখা হয়৷ 

প্রসঙ্গত, কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র৷ এখনও তিনি শারীরিক ভাবে দুর্বল৷ করোনা পরবর্তী একাধিক সমস্যাও রয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে৷ সোমবার সারা দিনের ধকলের পর রাতে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে বলেও হাসপাতাল সূত্রে খবর৷ পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়েরও শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গিয়েছে৷ তাঁরা দু’জনেরই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =