Dubai’s Lulu
দুবাই: স্পেন সফর সেরে দুবাইতে পা রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মরু রাজ্যে শিল্প সম্মেলনের আগেই বিভিন্ন নামী সংস্থার সঙ্গে পৃথক ভাবে বৈঠক করবেন বাংলার বাণিজ্যিক দলের প্রতিনিধিরা। স্পেনের পর দুবাই থেকেও লগ্নি আনতে মরিয়া মমতা৷ (Dubai’s Lulu)
স্পেনে জারা গ্রুপের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা বাংলায় ইউনিট খুলবেন বলেও আস্বস্ত করেছেন৷ এবার দুবাইয়ের একটি বড় সংস্থা বাংলায় বিনিয়োগ করতে পারে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে বেশ ভালই লগ্নি আসতে পারে বাংলায়।
বুধবার রাতেই স্পেন সফর সেরে দুবাইয়ের পথে রওনা দেন বাংলার মুখ্য়মন্ত্রী। বৃহস্পতিবার সকালে পৌঁছন বেদুইনের দেশে৷ দুবাইতেও মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে, দুবাইয়ের লুলু গ্রুপ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন৷ মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আগ্রহী তাঁরা। লুলু গ্রুপ যদি বাংলায় বিনিয়োগের সবুজ সংকেত দেয়, তাহলে বাংলায় লগ্নির নয়া দিশা খুলে যেতে পারে। দুবাই ও আবুধাবিতে হোটেল ব্য়বসা রয়েছে লুলু গ্রুপের। বিশ্বের অন্যান্য দেশেও হোটেল এবং শপিং মল রয়েছে এই সংস্থার। লুলু গ্রুপ যদি কলকাতা বা বাংলার অন্য প্রান্তে তাঁদের ব্যবসা শুরু করে, তাহলে বাংলায় বড় সাভ হবে৷ ফলে দুবাই নিয়ে আশায় বুক বাঁধছে বাংলা৷
মুখ্যমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হয়েছেন রাজ্য় প্রশাসন ও শিল্প বাণিজ্য দফতরের পদস্ত কর্তারাও৷ তাঁরাও বিভিন্ন জায়গায় গিয়ে বাণিজ্য় কর্তাদের সঙ্গে আলোচনা করছেন। সংযুক্ত আরব আমির শাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীরের উদ্যোগেও দুবাইয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আশার আলো দেখছে বাংলা৷