এবার হোয়াটসঅ্যাপেই রান্নার গ্যাস বুকিং! পদ্ধতি একেবারেই সহজ

এবার থেকে হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে রান্নার গ্যাস

f9e3b101e21229ddd9e9e329e5b12790

 

নয়াদিল্লি: রান্নার গ্যাস বুক করার নতুন নিয়ম, একেবারেই সহজ নিয়ম। এবার থেকে হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে রান্নার গ্যাস! এ ব্যাপারে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। বুধবার থেকেই গ্রাহকদের জন্য এই সুবিধা চালু হয়ে গিয়েছে।

একটা সময়ে লাইন দিয়ে গ্যাস বুক করতে হত। পরবর্তী সময়ে ওয়েবসাইট মারফত অনলাইনে বুকিং পদ্ধতি শুরু হয়, যা মানুষের জন্য সহজতর উপায় ছিল। এবার রান্নার গ্যাস বুক করার পদ্ধতি আরও সহজ হয়ে গেল। এর আগে ইন্ডেন এই পরিষেবা চালু করেছিল, এখনই পরিষেবা চালু করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল।

যদি হোয়াটস্যাপ পদ্ধতি ছাড়াও এরকমভাবে রান্নার গ্যাস বুক করা যাবে। গ্যাস এজেন্সি বা ডিস্ট্রিবিউটরকে ফোন করে, নির্ধারিত বুকিং নম্বরে ফোন করে, ওয়েবসাইট মারফত এবং নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে। তবে এদের থেকেও সবচেয়ে সহজ পদ্ধতি হোয়াটসঅ্যাপ মারফত গ্যাস বুকিং। ইন্ডেন কর্তৃপক্ষ গ্যাস বুকিংয়ের জন্য নতুন নম্বর চালু করেছে। তা হল, ৭৭১৮৯৫৫৫৫৫। অন্যদিকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এর গ্রাহকদের জন্য গ্যাস সিলিন্ডার বুক করতে গেলে ১৮০০২২৪৩৪৪ নম্বর ব্যবহার করতে হবে। 

তবে হোয়াটসঅ্যাপে গ্যাস বুক করার জন্য ‘রিফিল’ লিখে তা ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরে পাঠাতে হবে ইন্ডেন গ্রাহকদের। অন্যদিকে ভারত পেট্রোলিয়াম গ্রাহকরা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে উক্ত নম্বরে ‘হায়’ লিখে পাঠানোর পরে তাদের একটি মেসেজ পাঠানো হবে কর্তৃপক্ষের তরফে। তারপর সিলিন্ডার বুক করার জন্য ‘১’ বা ‘বুক’ লিখে পাঠাতে হবে।সেটা করলেই সংস্থার তরফ থেকে একটি গ্যাস বুকিং কনফার্মেশন মেসেজ দেওয়া হবে।জানিয়ে দেওয়া হবে আপনি আপনার গ্যাস সিলিন্ডারটি কবে নাগাদ ডেলিভারি পেতে পারেন। এ প্রসঙ্গে ভারত পেট্রোলিয়ামের মার্কেটিং ডিরেক্টর জানান, “গ্রাহকদের সুবিধার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই এবার থেকে হোয়াটঅ্যাপের মাধ্যেমে গ্যাস বুকিং করা যাবে এবং তা অনেক সহজেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *