lpg
নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন৷ ভোট পুজোর আগে শুরু হয়ে গিয়েছে তুষ্টিকরণের রাজনীতি৷ দফায় দফায় কমানো হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। গত অগাস্ট মাসেই এক দফায় কমেছিল রান্নার গ্যাসের দাম। অক্টোবরের শুরুতেই উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য এসেছে সুখবর। চলতি মাস থেকেই সিলিন্ডার পিছু ১০০ টাকা ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করেছে সরকার। এরই মাঝে নিয়ে আসা হল সরকারের এক নয়া প্রকল্প। তাতে ৫০০ টাকারও কম দামে মিলবে গ্যাস সিলিন্ডার! কিন্তু কী ভাবে? আর কোথায়?
মধ্যবিত্তের পকেটের চাপ কমাতে সম্প্রতি বড় ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই প্রকল্পে অবিশ্বাস্য কম দামে মিলবে গ্যাস সিলিন্ডার৷ যদিও সকলে এত কমে সিলিন্ডার পাবেন না। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে গরিব মহিলাদের জন্য এই বিশেষ সুবিধা নিয়ে আসা হয়েছে৷ তাঁদের আজীবন ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী।
এই প্রকল্পের নাম ‘লাডলি বেহেন’৷ এই প্রকল্পের অধীনে উজ্জ্বলা যোজনার উপভোক্তারা মধ্যপ্রদেশে ৪৫০ টাকার বিনিময়ে ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। এর জন্য প্রধানমন্ত্রী লাডলি বেহেন পোর্টালে গিয়ে নাম অন্তর্ভুক্ত করাতে হবে। এর জন্য লাগবে এলপিজি সংযোগের আইডি৷ বর্তমানে ভোপালে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৯০৮.৫০ টাকা। সম্প্রতি যে ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে, তাতে দাম হওয়ার কথা ৬০৮.৫০ টাকা। তবে লাডলি বেহেন প্রকল্পে সেই গ্যাস পাওয়া যাবে মাত্র ৪৫০ টাকায়।