২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হবে নিম্নচাপ, কোথায় কোথায় তুমুল বৃষ্টি?

২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হবে নিম্নচাপ, কোথায় কোথায় তুমুল বৃষ্টি?

কলকাতা: বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে অবশেষে কি বৃষ্টির দাক্ষিণ্য পাবে দক্ষিণবঙ্গ? বৃষ্টি হলে তা কতটা, কোন কোন জেলাতেই বা হবে ভারী বৃষ্টি? কারণ জুলাই মাসের মাঝামাঝি সময় পার হয়ে গেলেও সে ভাবে বৃষ্টির দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ শুধুমাত্র কলকাতাতেই বৃষ্টিপাতের ঘাটতি ৪৭ শতাংশ। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিলেও উত্তরবঙ্গে কিন্তু ২১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে৷ এই আবহে আগামী কয়েক দিনের আবহাওয়ার আপডেট দিল হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘‘আপাতত পূর্ব ভারতে দুটি সিস্টেম আছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় ওড়িশার কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে অম্বিকাপুর, চাঁদবালি, পশ্চিম-মধ্য বঙ্গোসাগরের উপরে।’  তবে এই দুটি সিস্টেমই রয়েছে ওড়িশা সংলগ্ন এলাকায়৷ ফলে ওড়িশা, ছত্তিশগড়, তেলাঙ্গানা, বিদর্ভের দিকে বেশি বৃষ্টি হবে। ওই সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ 

তিনি আরও বলেন, ‘আপাতত যে ঘূর্ণাবর্তটি রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপের অভিমুখ ওড়িশার দিকে৷ ফলে ২১ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে ২৪ ঘণ্টার মধ্যে ২৩ ঘণ্টাই বৃষ্টি হবে না। খুব জোর এক ঘণ্টা বৃষ্টি হতে পারে। তাও একটানা নয়। দুই থেকে তিন দফায় হবে। অর্থাৎ প্রতি দফায় ১৫ থেকে ৩০ মিনিট স্থায়ী হবে বৃষ্টি।’’ 

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা আরও বলেন, ‘‘আমাদের রাজ্যের দক্ষিণে সিস্টেম আছে। তাই আমাদের রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বিশেষত দক্ষিণবঙ্গে কয়েকটি দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি সময় আকাশ পরিষ্কার থাকবে।’’ 

তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার তেমন হেরফের হবে না। আপাতত যেমন তাপমাত্রা আছে, তেমনই থাকবে৷ সেই সঙ্গে বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + fourteen =