ফের বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ, শুরু ঝড়বৃষ্টি! কতদিন চলবে দুর্যোগ?

low pressure area formed rain forecast কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই মঙ্গলবার বঙ্গোপসাগরের উপর তৈরি হয়ে গেল নিম্নচাপ অঞ্চল। যার প্রভাবে ফের ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে…

Bengal Low Pressure System October

low pressure area formed rain forecast

কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই মঙ্গলবার বঙ্গোপসাগরের উপর তৈরি হয়ে গেল নিম্নচাপ অঞ্চল। যার প্রভাবে ফের ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে৷ পুজোর আগে কেনাকাটা মাটি করতে ঝেঁপে আসছে বৃষ্টি।

heavy rain forecast
মেঘ-বৃষ্টি

বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি

নিম্নচাপের পর মাঝে বেশ কয়েকটা দিন রোদ ঝলমলে ছিল আকাশ৷ বরং উষ্ণতার পারদও ছিল চড়া৷ কিন্তু নতুন করে সৃষ্ট হওয়া নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ফের শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে৷ তবে শুধু দক্ষিণে নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও৷

rain kolkata 1
বৃষ্টি

৭.৬ কিলোমিটার উঁচুতে ঘূর্ণাবর্ত

হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে থাকা সেই ঘূর্ণাবর্তের জেরেই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের উপর নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে চলতি সপ্তাহে ভিজবে দক্ষিণবঙ্গ৷

আরও পড়ুন-

ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ!

ফের দক্ষিণের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি,

 Weather: The Bengal Low Pressure System October 2023 has formed over the Bay of Bengal, bringing heavy rainfall to southern regions, including Kolkata. This weather pattern is expected to disrupt pre-Puja shopping with significant showers through Thursday.