সুজনের দুয়ারে ‘দিদির দূত’ লাভলি! বিধায়ককে চায়ের আমন্ত্রণ জানালেন বাম নেতা

সুজনের দুয়ারে ‘দিদির দূত’ লাভলি! বিধায়ককে চায়ের আমন্ত্রণ জানালেন বাম নেতা

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে দিদির দূতেরা৷ ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে হাজির হচছেন তাঁরা৷ শুনছেন সকলের অভাব অভিযোগ৷ মঙ্গলবার সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দুয়ারে পৌঁছে যান দিদির দূত লাভলি মৈত্র৷ নিজের বিধানসভায় এলাকায় বাড়ি, বাড়ি ঘুরে সাধারণ মানুষের অভাব, অভিযোগ শোনার পাশাপাশি ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে হাজির হন বিধায়িকা লাভলি মৈত্র। এদিন সকালে সোনারপুর বিধানসভা এলাকায় কালিকাপুর পঞ্চায়েত এলাকায় সিপিএমের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর দুয়ারে হাজির হন লাভলি এবং তৃণমূলের অন্যান্য কর্মীরা। সুজনের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন দিদির দূত লাভলি। তাঁরা দিদির দূতের কাছে এলাকায় পানীয় জল এবং রাস্তার সমস্যার কথা তুলে ধরেন৷ 

সুজনের বাড়ি থেকে বেরিয়ে এসে লাভলি জানান, “আমার দিদির দূত কর্মসূচি পালন করার যে দায়িত্ব দল আমকে দিয়েছে, সেটা পালন করতেই এখানে এসেছি। আজকে উনি (সুজন চক্রবর্তী) বাড়িতে ছিলেন না। ওঁর পরিবারের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। দিদির সুরক্ষা কবচ নিয়ে আমরা মানুষের বাড়ি, বাড়ি পৌঁছে যাবে, সেটা বলতে এসেছিলাম৷’’

সুজন চক্রবর্তী এদিন বাড়িতে না থাকায় ফোনে তাঁর সঙ্গে কথা বলেন লাভলি। তিনি একদিন চা চক্রের আমন্ত্রণ করেন সুজন। লাভলি বলেন, ‘‘ এলাকায় একটি রাস্তার কথা বলা হয়েছে, এই রাস্তা মেরামত করার জন্য ইতিমধ্যে অর্থ অনুমোদন করা হয়েছে। খুব শীঘ্রই সে কাজ শুরু হবে। এছাড়া রাজ্য সরকারের জল প্রকল্পের কাজও চলছে। সেই কাজ শেষ হলে জলের সমস্যাও আর থাকবে না।”