প্রসেনজিতের প্রেম নাকি বন্ধুত্ব? হাটে হাঁড়ি ভাঙলেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই

প্রসেনজিতের প্রেম নাকি বন্ধুত্ব? হাটে হাঁড়ি ভাঙলেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই

৯০-এর দশকের জনপ্রিয় জুটি, ঋতুপর্ণা-প্রসেনজিৎ। পর্দার ওপারে এই দুই জুটির সমীকরণ টা ঠিক কী? দু’জন প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন? একে অপরকে ভালবাসতেন? এর উত্তর জানতে মরিয়া ঋতুপর্ণা প্রসেনজিৎ-এর অনুরাগীরা। কিন্তু প্রকাশ্যে কখনোই এই জুটি নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তাহলে কী তাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক ছিল না? সম্প্রতি এই প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রকাশ্যে এনেছেন তাদের জুটির পর্দার এপারের সমীকরণটা।

৯০-এর দশকে ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটি মানেই বক্স অফিসে ব্যাপক সাড়া। এই জুটিকে দেখতে সিনেমা হলে দৌড়াত ভক্তরা। তিন দশক ধরে বাংলার পর্দায়  একচেটিয়া রাজত্ব করেছে ঋতুপর্ণা-প্রসেনজিত্‍। একের পর এক হিট ছবি দিয়েছে এই জুটি। দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন তাঁরা। পর পর ছবি কেবল তাঁদের ঝুলিতেই। 

কথায় বলে উত্তম কুমার ও সুচিত্রা সেনের পর বাংলার জনপ্রিয় জুটি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ-ঋতুপর্ণা অন্যান্য নায়ক-নায়িকাদের সঙ্গে অভিনয় করলেও তাঁদের জুটি সেই সময় ছিল এক নম্বরে। এখনও তাঁদের এই জুটি নিয়ে চর্চা হয় ইন্ডাস্ট্রিতে। এই দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে দর্শকেরা মনে করতেন যে তাঁদের হয়ত বাস্তবেও প্রেমের সম্পর্ক রয়েছে। এক সাক্ষাত্‍কারে এই গুঞ্জনের উত্তর দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা বলেছিলেন, “২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালবাসা, নির্ভরতা তো তৈরি হয়।” তবে কি এই ভালবাসা প্রেম নয়? নায়িকার জবাব, “এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক। মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াক যুগ যুগ ধরে।”

এই জুটি ভেঙে যাওয়ায় কী জীবনে শূন্যতা নেমে এসেছিল ঋতুপর্ণার?ঋতুপর্ণার কথায়, “সংগ্রাম আগেও ছিল, এখনও রয়েছে। তবে একসঙ্গে কাজ করার সংগ্রামের সংজ্ঞাটা একটু অন্যছিল। তখন একসঙ্গে প্রচুর ছবি করা। সকাল থেকে রাত হয়ে, কখন যে ভোর হয়ে যেত বুঝতেই পারতাম না। সেখানে কোনও মেকআপ ভ্যান নেই.। আজ সময়টা অনেক পাল্টে গিয়েছে।”

বাস্তবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার দারুণ বন্ধুত্ব ছিল। তাঁদের জুটি দর্শকদের মন ছুঁয়ে যেত। কিন্তু হটাত করেই হারিয়ে জান তাঁরা। তাও আবার এক বা দুই বছরের জন্য নয়। প্রায় ১৫ থেকে ১৬ বছর তাঁদের একসঙ্গে কোনো সিনেমা আসেনি। তাঁরা যখন সফলতার শিখরে ছিল। ঠিক সেই মুহূর্তেই তাঁদের জুটি ভেঙ্গে যায়।এরপর ১০ বছর কেটে যায়।শিবপ্রসাদ এবং নন্দিতার পরিচালিত ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে ফের পর্দায় ফিরে আসে। যা দর্শক মহলে খুব প্রশংসিত হয়েছিল। অনেকটা সময় বক্স অফিস দাপিয়ে বেরিয়েছিল এই সিনেমা। হারিয়ে যাওয়া এই জুটিকে পুনরায় ফিরে পেয়ে খুশি হয়েছিল দর্শক মহল। আবার কবে জুটি বাঁধবেন, সেই আশাতেই প্রহর গুনছে ভক্তেরা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 16 =